আমাদের ভারত, বীরভূম, ১৫ জুন: পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার আজ শেষ দিন। বিরোধীরা অনেকেই নমিনেশন দাখিল করতে পারেনি। খুব স্বাভাবিকভাবেই গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি থেকে বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয়লাভ করতে চলেছে তৃণমূল। তাই তৃণমূলের উল্লাসের আবির খেলা ও বিজয় মিছিল নানুরে।
নানুরের তৃণমূল ব্লক সভাপতি সুব্রত ভট্টাচার্য জানান, নানুর পঞ্চায়েত সমিতির আসন ৩৩ টি। ১০-১২টির বেশি বিরোধীরা নমিনেশন করতে পারেনি। নানুর গ্রাম পঞ্চায়েতের সিট উনিশটা। সংখ্যাগরিষ্ঠতার নিচে মনোনয়ন জমা দিয়েছে বিরোধীরা। স্বাভবিকভাবেই গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি তৃণমূলের দখলেই থাকছে। তাই বিজয় মিছিল এবং আবির খেলা হল।