অমরজিৎ দে, আমাদের ভারতে, ঝাড়গ্রাম, ১৯ ডিসেম্বর: সামনে একবছর বাদে রাজ্যের পঞ্চায়েত নির্বাচন। আর আগামী পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যে গ্রামীণ স্তরে নিজেদের সাংগঠনিক শক্তি মজবুত করতে নেমে পড়েছে তৃণমূল নেতৃত্ব। সেই অনুযায়ী রবিবার গোপীবল্লভপুর ১ নম্বর ব্লক তৃণমূলের উদ্যোগে হল দলের কর্মী সম্মেলন।
এদিনের কর্মী সম্মেলনে উপস্থিত নেতা কর্মীদের সামনে বক্তব্য রাখার সময় প্রায় সমস্ত তৃণমূল নেতা দলের বুথ থেকে অঞ্চল স্তরের কর্মীদের আগামী পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে একযোগে কাজ করার জন্য আবেদন রাখেন। গত পঞ্চায়েত নির্বাচনে যেভাবে গোপীবল্লভপুর ১ নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির ক্ষমতা তৃণমূলের হাতছাড়া হয়েছিল আগামী দিনে যাতে সেভাবে পঞ্চায়েত সমিতি হাতছাড়া না হয় তার জন্য সতর্ক করেন তৃণমূলের জেলা নেতারা।
আজ ব্লক তৃণমূলের এই কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন খুদ্র মাঝারি বস্ত্র শিল্পের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো, ঝাড়গ্রাম জেলা তৃণমূলের সভাপতি দেবনাথ হাঁসদা, নয়াগ্ৰাম বিধানসভার বিধায়ক দুলাল মুর্মু, গোপীবল্লভপুরের বিধায়ক ডাঃ খগেন্দ্রনাথ মাহাতো, তৃণমূলের জেলা নেতা, প্রাপ্তন মন্ত্রী চূড়ামনি মাহাতো, লোকেশ কর, সত্যরঞ্জন বারিক, গোপীবল্লভপুর ১ নম্বর ব্লক তৃণমূলের সভাপতি হেমন্ত ঘোষ প্রমুখ।