আবাস যোজনায় নাম থাকলেও, মুখ্যমন্ত্রীর কথা রাখতে বাড়ি ফিরিয়ে দিলেন কেশপুরের তৃণমূল কর্মী সুভাষ কইল্যা

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৭ ফেব্রুয়ারি: প্রয়োজন থাকলেও আবাস যোজনার বাড়ি ফিরিয়ে দিলেন কেশপুরের তৃণমূল কর্মী। পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের ৩ নম্বর অঞ্চলের অন্তর্গত এলুনি গ্রামের বাসিন্দা তথা তৃণমূল কর্মী সুভাষ কইল্যা। তৃণমূল কংগ্রেস গঠন হওয়ার পর থেকেই একনিষ্ঠ কর্মী হিসেবে তিনি পরিচিত। দল করতে গিয়ে বেশ কয়েক বছর বাড়ি ছাড়া থেকেছেন তিনি। দলের জন্যই সর্বদা কাজ করে এসেছেন।

শুক্রবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সুভাষবাবু বলেন, মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ ছিল আগে সাধারণ মানুষ যোজনার বাড়ি পাবে, সেই কথা মেনে আজ প্রয়োজন থাকলেও আবাস যোজনার বাড়ি ফিরিয়ে দেন।

ওই অঞ্চলেরই আরেক তৃণমূল কংগ্রেস কর্মী তুষার ঘোষ জানান, সুভাষ দলের একনিষ্ঠ কর্মী। ভাঙ্গা বাড়িতে থাকলেও নেত্রীর কথা শুনে তিনি নিজের বাড়ি প্রত্যাখ্যান করেছেন। আমরা কুর্নিশ জানাই সুভাষের এই তাগকে। এক নজরে দেখলে দেখা যায় ওই তৃণমূল কর্মীর বাড়ি কাঁচা ও ছাউনি ত্রিপলের, কোনো রকম ভাবে জীবন যাপন করতে হয় তাদের। তবুও নেত্রীর নির্দেশ যেন ভগবানের বাণী মনে করেন সুভাষ। তবে তার এই কর্মকাণ্ডতে অনেকটাই অক্সিজেন পাবে অন্যান্য তৃণমূল কর্মী সমর্থকরা। পঞ্চায়েত ভোটের আগে কেশপুরে তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছে সুভাষ হয়ে উঠলেন আদর্শ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *