সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২৬ নভেম্বর: এক তৃণমূল কর্মীকে গালিগালাজ ও বেধড়ক মারধর করার অভিযোগ। স্বামীকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন তার স্ত্রী। তৃণমূল কর্মীর স্ত্রীর চুল ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে এক বিজেপি কর্মীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সোনামুখীর ১৫ নম্বর ওয়ার্ডের চামুন্ডা কালীতলা এলাকায়। যে বিজেপি কর্মীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে ঘটনার পর থেকেই তিনি ঘরছাড়া বলে জানাগেছে।
স্থানীয় বিজেপি নেতৃত্ব অবশ্য তাদের দলের কর্মীর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। মিথ্যা মামলায় ওই বিজেপি কর্মীকে ফাঁসানো হচ্ছে বলে জানানো হয়েছে। এই ঘটনার নেপথ্যে শাসক দলের গোষ্ঠীকোন্দল রয়েছে বলে তিনি জানান।

শেষ পুরসভা নির্বাচনের সময় থেকেই সোনামুখী পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের চামুন্ডা কালীতলা এলাকায় তৃণমূলের সক্রিয় কর্মী স্বাধীন বিশ্বাসের সঙ্গে প্রতিবেশী বিজয় প্রামাণিক ওরফে বান্টির বিবাদ তৈরি হয়। বিজয় এলাকায় সক্রিয় বিজেপি কর্মী। স্থানীয় সূত্রে খবর, সোমবার রাতে স্বাধীন শহরেরই এক নিমন্ত্রণ বাড়ি থেকে ফিরছিলেন। বাড়ির কাছাকাছি আসতেই আচমকাই বিজেপি কর্মী বিজয় তাঁকে উদ্দেশ্য করে গালিগালাজ করতে শুরু করেন বলে অভিযোগ। তা দেখে প্রতিবাদ করেন স্বাধীন। তখনই বিজয় ও তার পরিবারের সদস্যরা তাকে বেধড়ক মারধর শুরু করে দেয়। গুরুতর জখম হন স্বাধীন। তার পরিবারের সদস্যরা তাকে বাঁচাতে এলে তার স্ত্রী ও মাকে মারধর করা হয় বলে অভিযোগ। তখনই স্বাধীনের স্ত্রীর গোছা গোছা চুল ছিঁড়ে ফেলা হয়।
ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। গুরুতর আহত অবস্থায় স্বাধীনকে উদ্ধার করে সোনামুখী ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে বাঁকুড়া ম্যাডিকেল কলেজে পাঠানো হয়।

