স্নেহাশীষ মুখার্জি, নদিয়া, ২৭ অক্টোবর: ছাপ্পা ভোট ছাড়া তৃণমূল জিততে পারবে না। আসন্ন উপ নির্বাচনে বিজেপি ভালো ফল করবে। ঝটিকা সফরে এসে বললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।
এক দিনের ঝটিকা সফরে শনিবার ফুলিয়া ও তাহেরপুরে এমন কথাই বললেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি। সূত্রের খবর, শনিবার বিজেপির রানাঘাট দক্ষিণ সংগঠনিক জেলার উদ্যোগে তাহেরপুর থানার বীরনগরে দলীয় কর্মীদের নিয়ে এক বিজয়া সন্মেলনী আয়োজন করা হয়। মূলত সেই অনুষ্ঠানেই যোগ দিতে আসেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। আর বীরনগরে যাওয়ার আগে প্রথমে দলীয় কর্মীদের সঙ্গে দেখা করতে ফুলিয়া যান দিলীপ ঘোষ। সেখানে এক দলীয় কর্মীর বাড়ি মধ্যাহ্ন ভোজ সেরে বিকেল অনুমানুমানিক ৪টে নাগাদ বীরনগর যান দিলীপ ঘোষ। সেখানে দলীয় কর্মীদের সঙ্গে দেখা করে আগামী দিনের রাজনৈতিক রূপরেখা নিয়ে কথা বলেন।