পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৫ জানুয়ারি: সবং ব্লকের ৯ নম্বর বলপাই গ্রাম পঞ্চায়েতের পানপাড়া সমবায় সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলেন তৃণমূল প্রার্থীরা।
দু’দিন ধরে মনোনয়ন পত্র তোলা এবং জমা দেওয়ার প্রক্রিয়া চলছিল। মঙ্গলবার ছিল শেষ দিন। এদিন শুধুমাত্র তৃণমূল সমর্থিত ৯ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন। অন্য কোনো রাজনৈতিক দলের কোনো ব্যক্তি মনোনয়ন পত্র জমা না দেওয়ায় তৃণমূল সমর্থিত ৯ জন প্রার্থী পানপাড়া সমবায় সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় লাভ করে।
তৃণমূলের ব্লক সভাপতি আবু কালাম বক্স জানান, রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে উন্নয়ন হয়েছে। বিরোধীরা মুখে অনেক কথা বললেও তারা একজনকেও খুঁজে পায়নি যিনি সমবায় সমিতির নির্বাচনে প্রার্থী হতে পারেন।