বাঁকুড়ার সন্ত্রাস কবলিত এলাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় তৃণমূলের

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৭ জুন: রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি বাঁকুড়ায় ভোটের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থীরা। দেখা যাচ্ছে মনোনয়ন পত্র দাখিলকে কেন্দ্র করে যে সব এলাকায় অশান্তি ও সন্ত্রাসের অভিযোগ, সেই সব এলাকায় এই ঘটনা ঘটেছে।

বাঁকুড়ার পাত্রসায়র পঞ্চায়েত সমিতি, ইন্দাস পঞ্চায়েত সমিতি, কোতুলপুর পঞ্চায়েত সমিতিতে জয় শাসক দলের। বাঁকুড়ার জয়পুর পঞ্চায়েত সমিতিতেও জয় তৃণমূল কংগ্রেস প্রার্থীদের। এখানে ৪টি ব্লকের ৩৭টি গ্রাম পঞ্চায়েতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থীরা। বাঁকুড়ার বিষ্ণুপুর মহকুমার এই চার ব্লকের পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতের সব আসনের মতোই শালতোড়া ও ইন্দপুর ব্লকের ২টি গ্রাম পঞ্চায়েতের তিনটি গ্রাম সংসদেও প্রার্থী নেই বিরোধী শিবিরের। ফলে শালতোড়ায় শালমা পঞ্চায়েতের বাকুলিয়া ও মাজিদ গ্রাম সংসদ এবং ইন্দপুরের ব্রাহ্মণডিহা পঞ্চায়েতের পাদুলাড়া সংসদ কার্যত বিনা প্রতিদ্বন্দ্বিতায় নিজেদের দখলে নিল শাসকদল।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় প্রসঙ্গে তৃণমূল শিবিরের বক্তব্য, বিজেপির পায়ের তলায় মাটি নেই, নেই কোনও সংগঠন, তাই তারা প্রার্থী দিতে পারেনি। আর সিপিএম তো সাফ হয়ে গেছে।

অপরদিকে এই ঘটনায় বিজেপির এক জেলা নেতা বলেন, সন্ত্রাসের কারণেই এই অবস্থা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *