তৃণমূল ২০২১ সালে ক্ষমতায় আসতে পারবে না তাই সব লুটে পুটে খাচ্ছে, অভিযোগ শান্তিপুর টাউন ১-এর বিজেপি সভাপতি বিপ্লব করের

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২১ আগস্ট: ২০২১ সালে বিদায় নেবে তৃণমূল, তাই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ঐতিহাসিক কাঠামোকে বুলডোজার চালিয়ে ভেঙ্গে ফেলার চক্রান্ত করছে তৃণমূল, এমনই অভিযোগ করলেন শান্তিপুর টাউন ১ এর বিজেপি সভাপতি বিপ্লব কর।

সম্প্রতি রবীন্দ্রচর্চার পীঠস্থান শান্তিনিকেতনের বিশ্বভারতী প্রাঙ্গণে প্রাচীর নির্মাণকে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে বিশ্বভারতী। ঘটনাস্থলে দাঁড়িয়ে থেকে জনতাকে মদত দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূল নেতাদের বিরুদ্ধে। এখনও পর্যন্ত এই ঘটনায় ১২ জন তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে। তাদের বিরুদ্ধে অনধিকার প্রবেশ, সরকারি সম্পত্তি নষ্ট ও প্রমাণ লোপাটের অভিযোগ দায়ের করা হয়েছে।

এই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার শান্তিপুর বিজেপি টাউন ১ এর সভাপতি বিপ্লব কর জানান, আজ ভারতবর্ষ সহ পশ্চিমবঙ্গের লজ্জার দিন। ২০২১ সালের বিদায় নেবে তৃণমূল, তাই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক কাঠামোকে বুলডোজার দিয়ে যেভাবে ভেঙ্গে ফেলা হচ্ছে, পুরনো ইতিহাসকে যেভাবে ভুলিয়ে দেওয়ার চক্রান্ত করা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তা সত্যিই অনভিপ্রেত।

পাশাপাশি তিনি বলেন, তৃণমূল বুঝে গেছে তারা আর ক্ষমতায় আসতে পারছে না, তাই যে কটা দিন আছে লুটেপুটে খাওয়ার চিন্তা করছে। সেখানে আমাদের যে বাংলার গর্ব রবীন্দ্রনাথ ঠাকুর সেই রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনেও হাত পড়ে গেছে। আমাদের দেশে বাংলার গর্ব ছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে শুরু করে বিনয়, বাদল, দীনেশ প্রত্যেকটা মনীষীর জন্য। যাদের নামে সারা বিশ্ব বাংলাকে চেনে। আর সেটাকে মুছে দেবার চেষ্টা করছে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী। শান্তিপুর টাউন ওয়ানের পক্ষ থেকে আমরা তার তীব্র ধিক্কার জানাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *