BJP, Commission, ফিস্ট করতে টাকা দেবে তৃণমূল কিন্তু তার জন্য রয়েছে শর্ত, কি সেই শর্ত? কমিশনে‌ অভিযোগ বিজেপির

আমাদের ভারত, ১২ নভেম্বর: রাত পোহালেই বাঁকুড়ার তালডাংড়ায় ভোট। তার আগের দিন তৃণমূলের বিরুদ্ধে কমিশনে অভিযোগ জানালো বিজেপি।ভোটারদের প্রলোভন দেখিয়ে প্রভাবিত করতে চাইছে রাজ্যের শাসক দল বলে দাবি বিজেপির প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকারের।

তালডাংরা বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচনের আগে তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন কেন্দ্রের প্রাক্তন মন্ত্রী সুভাষ সরকার। তাঁর দাবি, নির্বাচনের আগের দিন তৃণমূল ভোটারদের ফিস্ট করার টাকা দেওয়ার আশ্বাস দিয়েছে। কিন্তু তার জন্য রেখেছে একটা শর্ত। ভোটদানের ছবি মোবাইলে তুলে এনে দেখাতে হবে তৃণমূল নেতাদের। তারপরেই মিলবে খাওয়া-দাওয়ার জন্য মোটা টাকা।

ভোট শুরুর একদিন আগে এই ঘটনাকে কেন্দ্র করে আবার চাপানউতোর শুরু হয়েছে। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার জানান, টেলিফোনে নির্বাচনী পর্যবেক্ষককে এই অভিযোগ জানানো হয়েছে। তাঁর দাবি, তার অভিযোগের ভিত্তিতে বিষয়টি নিয়ে ইতিমধ্যেই পদক্ষেপ করেছেন নির্বাচনী পর্যবেক্ষক। বিষয়টি তদন্ত করে দ্রুত রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

একই সঙ্গে প্রাক্তন মন্ত্রীর দাবি, ভোটদানের ভিডিও বা ছবি তোলা আইনত দণ্ডনীয় অপরাধ। ভোটাররা যাতে এই প্রলোভনে পা না দেন তার জন্য এলাকায় মাইক প্রচারের আবেদন জানানো হয়েছে কমিশনকে।

বিজিপির অভিযোগ সামনে আসতেই। পাল্টা জবাব দিয়েছেন ওই কেন্দ্রের তৃণমূল প্রার্থীও। তাঁর কথায়, ওই সংস্কৃতি বিজেপির রয়েছে। তৃণমূল মানুষকে নিয়ে ৩৬৫ দিন কাজ করে। তাই তৃণমূলের আলাদা করে ফিস্ট করার জন্য টাকা দেওয়ার প্রয়োজন হয় না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *