Trinamool buried, salt water, Amiya Patra, “সন্দেশখালির নোনা জলে তৃণমূলের সলিল সমাধি ঘটবে,” বাঁকুড়ায় মন্তব্য সিপিএম নেতা অমিয় পাত্র’র

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৬ ফেব্রুয়ারি: সন্দেশখালির দুর্গাবাহিনী জেগে উঠেছে, নোনা জলে তৃণমূলের সলিল সমাধি ঘটবে বলে মন্তব্য করলেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য অমিয় পাত্র।আজ মেজিয়ায় এক কর্মিসভা উপলক্ষে আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্য করে তিনি বলেন, সন্দেশখালির মাটিতে সাগরের নোনা জলের পলিতে বহু আর্তনাদ চাপা পড়ে আছে। শাহজাহান, শিবু, উত্তম বাহিনীর অত্যাচারের সেই কাহিনী খুঁড়ে বের করতে গিয়েই মাথায় ডান্ডার বাড়ি খেয়ে ফিরতে হয়েছে। মানুষে যাতে সেই পলি চাপা কান্না শুনতে না পান সেই কারণে বিরোধীদের ঢুকতে দেওয়া হচ্ছে না। কিন্তু আগুন, ছাই চাপা দিয়ে ঢাকা যাবে না। সন্দেশখালির দুর্গা বাহিনী জেগে উঠেছে। তৃণমূলের সললি সমাধি হবে বঙ্গোপসাগরে।

অমিও পাত্র আরও বলেন, ইডি মার খেলো, শাহজাহান- শিবুরা সন্দেশখালিতেই ঘোরাফেরা করছে, অথচ ইডি বা পুলিশ তাদের খুঁজে পাচ্ছে না। সব সেটিং হয়ে গেছে দিদির সাথে মোদীর। তাই নির্বাচনের মুখে এসে তৃণমূলের সমস্ত দুর্নীতির ইস্যু গুলিও চাপা পড়ে গেল। অথচ রাজ্যে এমন কোনো দফতর নেই যে সেখানে দুর্নীতি হয়নি। তবে মানুষ তৈরি আছেন। আগামী লোকসভা নির্বাচনে বিজেপি ও তৃণমূলকে মানুষ থেকে বিচ্ছিন্ন করে বামফ্রন্টকে মজবুত করার ডাক দিয়ে তিনি বাম প্রার্থীদের জয়ী করার লক্ষ্যে কর্মীদের ময়দানে নামার আহ্বান জানান।

এদিন এই কর্মিসভায় উপস্থিত ছিলেন জেলা সম্পাদক মন্ডলীর সদস্য সৌমেন্দু মুখার্জি, জেলা কমিটির সদস্য সুজয় চৌধুরী, এরিয়া সম্পাদক শেখ ইলিয়াস ও মীনা চ্যাটার্জি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *