সাথী দাস, পুরুলিয়া, ১ জুলাই: করোনা আবহে বিশেষ অবদানের জন্য চিকিৎসক দিবস উপলক্ষে জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পুরুলিয়া দেবেন মাহাত সদর হাসপাতাল ও মেডিক্যাল কলেজের চিকিৎসকদের সম্বর্ধনা দেওয়া হল। সংবর্ধিত হলেন পুরুলিয়া দেবেন মাহাত সদর হাসপাতাল ও মেডিক্যাল কলেজের মেডিকেল সুপার তথা ভাইস প্রিন্সিপাল (এম এস ভি পি) সুকোমল বিষয়ী, ডেপুটি সুপার সুভাষ চন্দ্র সাহা। সিনিয়ার সেবিকা ও স্বাস্থ্যকর্মীদেরও সংবর্ধনা দেওয়া হয় এদিন।
তাঁদের হাতে ফুলের স্তবক মিষ্টি তুলে দেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সজয় ব্যানার্জি, পুরুলিয়া পৌর প্রশাসক বোর্ডের সদস্য বৈদ্যনাথ মন্ডল, জেলা নেতা বিমান সরকার, বিভাস দাস প্রমুখ। উপস্থিত ছিলেন হাসপাতালের স্বাস্থ্য কর্মী সহ অন্যান্য ব্যক্তিবর্গ।