আমাদের ভারত, মুর্শিদাবাদ জেলার কান্দিতে পেট্রোলপাম্পে কাছে অনুকুলবাবার আশ্রমে সামনে কংগ্রেসের তোরন ও ফ্লেক্স ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনার জেরে উত্তেজনা ছড়ায় বুধবার রাতে কান্দিতে।
উল্লেখ্য, বৃহস্পতিবার কান্দি বিধানসভা কংগ্রেসের ডাকে কৃষি আইন প্রত্যাহারের দাবিতে কান্দি পাখমাড়া ডোব থেকে একটি মহামিছিল ও জনসভায় ডাক দেওয়া হয়েছে। সেই মিছিলে পা মেলাবেন লোকসভা পরিষদীয় দলনেতা তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। তার আগে বুধবার রাতে ফ্লেক্স ও তোরন ছিঁড়ে দেওয়ার ঘটনা জেরে উত্তেজনা তৈরি হল কান্দিতে। ঘটনাস্থলে পৌঁছয় কান্দি থানার পুলিশ।
কংগ্রেসের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা কংগ্রেসের মিছিলের আগে রাতের অন্ধকারে এই এই ফ্লেক্স ও তোরন ছিড়ে দিয়েছে আমরা পুলিশ প্রশাসনের কাছে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
কান্দি টাউন তৃণমূল সভাপতি দেবল দাস জানান, তৃণমূলের এত দুর্দিন আসেনি যে কংগ্রেসের ফ্লেক্স ছিঁড়ে ফেলতে হবে। আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে যা সম্পূর্ণ ভিত্তিহীন।