জয়কে রক্তদান শিবিরে যেতে বাধ্য দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে

আমাদের ভারত, হাওড়া, ২০ জুলাই: হুগলীর আরামবাগে বিজেপির শ্রমিক সংগঠনের উদ্যোগে আয়োজিত একটি রক্তদান শিবিরে যোগ দিতে যাওয়ার পথে বিজেপির কেন্দ্রীয় কমিটির সদস্য জয় বন্ধোপাধ্যায়কে বাধা দেওয়ার অভিযোগ উঠল শাসক দল তৃণমূলের বিরুদ্ধে। এমনকি পরিস্থিতি ক্রমশঃ খারাপ হতে পারে এই আশঙ্কায় শেষ পর্যন্ত বিজেপি নেতা অনুষ্ঠানে যোগ না দিয়ে কলকাতায় ফিরে যান।

জানা গেছে সোমবার আরামবাগ চুয়াডাঙা প্রাথমিক বিদ্যালয়ে বিজেপির শ্রমিক সংগঠনের রক্তদান শিবিরে যোগ দিতে কলকাতা থেকে রওনা দেন। অভিযোগ, আরামবাগ যাওয়ার পথে মাঝ রাস্তায় তৃণমূল কর্মীরা জয়ের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে এবং তাঁকে অনুষ্ঠান স্থলে যেতে বাধা দেয়। দীর্ঘক্ষণ রাস্তায় আটকে থেকে শেষ পর্যন্ত জয় কলকাতায় ফিরে যেতে বাধ্য হন।

এদিন জয় বলেন, তৃণমূল এখন টাকার এপিট ওপিট। করোনার নাম শুনলে মানুষ যেরকম ভয় পায় ঠিক সেইরকম তৃণমূলের নাম শুনলেও মানুষ ভয় পায়। জয় বলেন, করোনা আবহাওয়ার মাঝে রক্তের খুব প্রয়োজন আর সেই কারণেই রক্তদান শিবিরের খুব দরকার। আর আজ আমি আয়োজকদের উৎসাহ দেওয়ার জন্য কলকাতা থেকে ছুটে এসেছিলাম। যদিও তৃণমূলের বাধায় যেতে পারলাম না। জয় অভিযোগ করেন তৃণমূল এখন কতটা অমানবিক হয়ে গেছে যে রক্তদান শিবিরে যেতেও বাধা দিচ্ছে। তিনি দাবি করেন, বাংলার মানুষ সব দেখছে ২০২১ এ মানুষ এর উত্তর দেবে।

যদিও বিজেপির অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। স্থানীয় তৃণমূল নেতৃত্বের বক্তব্য, তৃণমূলের পক্ষ থেকে কোনও বাধা দেওয়া হয়নি। বিজেপি প্রচুর মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল সেইসব বাস্তবায়িত না হওয়ায় এলাকার মানুষ ক্ষিপ্ত হয়ে বিক্ষোভ দেখিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *