আমাদের ভারত, ২৪ সেপ্টেম্বর: “হিন্দু ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে না পারে তাই পূর্ব বর্ধমানের আউশগ্রামের পাঁচটি বুথ জোর করে মুসলিম প্রধান এলাকা করতে চাইছে তৃণমূল কংগ্রেস এবং মমতা প্রশাসন!” বুধবার এই অভিযোগ করল বিজেপি।
এক্সবার্তায় বিজেপি লিখেছে, “এই নোংরা চক্রান্তের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি আবেদন করেছিল নির্বাচন কমিশনের কাছে, কিন্তু এখানে তৃণমূল কংগ্রেসের প্রস্তাবেই সায় মিলিয়েছে কংগ্রেস এবং সিপিএম! ফলে বিজেপির এই আবেদন নাকচ করেছে কমিশন।
যারা অহরহ ‘সেটিং সেটিং’ বলে চিৎকার করে জনগণকে ধোঁকা দেয়, তারাই যে একান্ত গোপনে তৃণমূলের ‘ইসলামীকরণ’ এর রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়িত করছে তার সাক্ষ্য বহন করছে পূর্ব বর্ধমানের আউশগ্রামের এই ঘটনা।”

