TMC, Midnapur, সারা রাজ্যে শুরু তৃণমূলের বিজয়া সম্মিলনী, শালবনীতে ব্লকস্তরীয় অনুষ্ঠানে নেতা-মন্ত্রীদের উপস্থিতি

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১১ অক্টোবর: গতকাল থেকেই রাজ্যজুড়ে শুরু হয়েছে তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মিলনী অনুষ্ঠান। তারই অংশ হিসেবে আজ পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের জয়পুরে অনুষ্ঠিত হল ব্লকস্তরীয় বিজয়া সম্মিলনী। এই অনুষ্ঠান ঘিরে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। বিশিষ্ট রাজনৈতিক নেতাদের উপস্থিতিতে এদিন শালবনীজুড়ে ছিল সাজসাজ রব।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের দুই মন্ত্রী মানস রঞ্জন ভুঁইঞা ও শ্রীকান্ত মাহাতো, জেলা সভাপতি তথা বিধায়ক সুজয় হাজরা, জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ও ব্লক সভাপতি জ্যোতিপ্রসাদ মাহাতো, কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ, পঞ্চায়েত সমিতির সভাপতি নেপাল সিং, জেলা শ্রমিক সংগঠনের সভাপতি গোপাল খাটুয়া-সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।

অনুষ্ঠানে বসে যাওয়া তৃণমূল কর্মী ও এলাকার গুণী মানুষদের সংবর্ধনা জানানো হয়। বক্তব্যে নেতারা দলীয় ঐক্যের বার্তা দেন এবং আগামী বিধানসভা নির্বাচনের প্রস্তুতির কথাও স্পষ্ট করে তুলে ধরেন। তারা জানান, “২০২৬-র ভোট আর বেশি দূরে নেই। এখন থেকেই দলকে সংগঠিত করতে হবে। প্রতিটি স্তরে কর্মীদের সক্রিয় হতে হবে।” একইসাথে ভোটার তালিকা সংশোধন নিয়ে দলের কর্মীদের সচেতন ও সক্রিয় থাকার নির্দেশও দেওয়া হয়। সাধারণ মানুষের সঙ্গে সংযোগ বজায় রেখে উন্নয়নের বার্তা ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্ব দেন
নেতারা।

এদিকে, একই দিনে মেদিনীপুর সদর ব্লকের কনকাবতি এলাকাতেও বিজয়া সম্মিলনী অনুষ্ঠিত হয়। সেখান থেকেও দলের তরফে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের ডাক দেওয়া হয়। সব মিলিয়ে, আসন্ন নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস যে সংগঠন মজবুত করার কাজে নেমেছে, তা আজকের এই বিজয়া সম্মিলনীর মাধ্যমে আরও একবার স্পষ্ট হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *