“নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে খড়্গপুর পুরসভার বোর্ড গঠন করবে দল”, বললেন তৃণমূলের পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি সুজয় হাজরা

জে মাহাতো, আমাদের ভারত, ১ মার্চ: নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃণমূল খড়্গপুর পুরসভার বোর্ড গঠন করবে বলে মঙ্গলবার মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল কার্যালয়ে পৌর নির্বাচনের সম্ভাব্য ফলাফল প্রসঙ্গে জানালেন তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা। তিনি বলেন, মেদিনীপুর খড়্গপুর মিলিয়ে মোট ৬০ টি আসন রয়েছে, সবকটি আসনেই জয়ী হবে তৃণমূল।

তবে এদিনই তৃণমূলের জয়ী প্রার্থী ও কর্মী সমর্থকদের উদ্দেশ্যে সুজয়বাবুর বার্তা, জয়ী হওয়ার পর প্রার্থীরা এলাকায় ছোট ছোট অভিনন্দন মিছিল করবে, কর্মীরা কোনো রকম প্ররোচনায় পা দেবেন না, মানুষজনকে মিষ্টি মুখ করাবেন, ধন্যবাদ জানাবেন। বিরোধী দলের লোকজনদেরও ধন্যবাদ জানানোর নির্দেশ দেন জেলা সভাপতি।

এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন দলের রাজ্য সম্পাদক প্রদ্যুৎ ঘোষ, জেলা তৃণমূল আহ্বায়ক দিনেন রায়, শহর তৃণমূল সভাপতি বিশ্বনাথ পান্ডব সহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *