সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২৫ জানুয়ারি: মাওবাদীদের সঙ্গে হাত মিলিয়ে তৃণমূল বিজেপি কর্মীদের খুন ও সন্ত্রাসের পরিবেশ তৈরি করতে চাইছে বলে মন্ত্যব্য করেছেন বিজেপির রাজ্য নেতা শঙ্কুদেব পন্ডা। আজ দুপুরে রানীবাঁধে এক দলীয় কর্মসূচিতে এসে সাংবাদিক সম্মেলনে এই মত প্রকাশ করে তিনি বলেন, বাঁকুড়ার জঙ্গলমহলে তৃণমূল মাওবাদীদের নিয়ে জোট পাকিয়ে এলাকা দখল করতে চাইছে। তৃণমূলের নেতাদের গাড়িতে করে তারা ঘুরে বেড়াচ্ছে কোথাও এনজিও নামে, কোথাও বা চাল দেবার নাম করে। বিজেপি কর্মীরা এসব প্রতিরোধ করবে। এখনই প্রতিরোধ শুরু হয়ে গেছে।
সম্প্রতি ওন্দার নাকাইজুড়িতে এক বিজেপি কর্মকর্তাকে সপরিবারে পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে, কিন্তু পুলিশ এখনো কাউকে গ্রেফতার করেনি,এই ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি বলেন, পুলিশ সব জানতো। গ্রেফতার কী করবে? বিজেপি নেতা কর্মীদের ডাং নিয়ে তাড়ানোর মতো উস্কানিমূলক মন্তব্য করার পরেও খাতড়ার তৃণমূল নেতা এখনো গ্রেফতার না হওয়ায় সেই নেতার উদ্দেশ্যে তিনি বলেন, নিজের এলাকায় জিততে পারে না, বড় বড় কথা। পাঁচ মিনিটের মতো পুলিশ সরিয়ে দেখুক, কার ঘাড়ে কটা মাথা আছে।
তিনি চ্যালেঞ্জ করে বলেন, কবে- কখন- কোথায় আসতে হবে জানান, কী করতে পারেন দেখে নেব।জেনে রাখুন, বিজেপি কর্মীরা অন্য ধাতুতে তৈরী।তিনি সরকারি আধিকারিক ও পুলিশের উদ্দেশ্যে বলেন, জেনে রাখুন, আর তিন মাস পর রাজ্যে বিজেপি সরকারের অধীনে থাকতে হবে। আপনাদের জবাব দিহি করতে হবে। আর তৃণমূল নেতারা সব জেলের ভিতরে যাবে।

