জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: এক তৃণমূল সমর্থকের গাড়িতে আগুন লাগার ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে মেদিনীপুর শহরের পালবাড়ি এলাকায়। এলাকার গাড়ির মালিক রাজকুমার পালের অভিযোগ, শুক্রবার রাতের অন্ধকারে তার গাড়িতে কেউ বা কারা আগুন লাগিয়ে দিয়েছে। সে তৃণমূল সমর্থক বলে হয়তো বিজেপির লোকজনই এই কাজ করে থাকতে পারে। ওই ওয়ার্ডের বিজেপি প্রার্থী মিলন মাইতি তৃণমূল সমর্থকের অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, ভোটের আগে নিজেরাই গাড়িতে আগুন লাগিয়ে এলাকা সন্ত্রস্ত করে বিজেপি কর্মীদের ভয় দেখানোর চেষ্টা করছে তৃণমূল প্রার্থী সৌমেন খান।
তৃণমূলের ওয়ার্ড সভাপতি অভিজিৎ দাস অধিকারীর বক্তব্য, তৃণমূল সমর্থক রাজু কুমার দাসের গাড়িতে কে বা কারা আগুন লাগিয়েছেন তিনি জানেন না। তবে ভোটের আগে উত্তেজনা তৈরি করতেই এ কাজ করা হয়েছে। শান্ত পালবাড়ি এলাকায় অশান্তি ছড়াতে তারা দেবেন না।