আশিস মণ্ডল, রামপুরহাট, ১২ জুলাই: বিজেপির কাছে ৩৬ ভোট পরাজিত হলেন মুখ্যমন্ত্রীর মামাতো ভাইয়ের স্ত্রী পম্পা মুখোপাধায়। ওই আসনে বিজেপির সুদেষ্ণা মুখোপাধ্যায় জয়লাভ করেছেন।
মুখ্যমন্ত্রীর মামার বাড়ি বীরভূমের রামপুরহাট ১ নম্বর ব্লকের কুসুম্বা গ্রামে। ওই গ্রামে আগেই পঞ্চায়েতের দুটি আসনে পরাজিত হয় তৃণমূল। এবার মুখ্যমন্ত্রীর মামাতো ভাইয়ের স্ত্রীর পরাজয়ে বড় ধাক্কা খেল তৃণমূল। যদিও প্রথমে ৬ ভোট জয়ের খবর পেয়ে আনন্দে মেতেছিলেন পম্পাদেবী, কিন্তু কিছুক্ষণ পর খবর পান তিনি ৩৬ ভোট পরাজিত হয়েছেন। এরপর ফের তিনি রামপুরহাট কলেজের গণনা কেন্দ্রে পৌঁছন। তাঁর অভিযোগ, চক্রান্ত করে তাঁকে হারিয়ে দেওয়া হয়েছে। এনিয়ে গণনা কেন্দ্রে চাপা উত্তেজনার সৃষ্টি হয়েছে।

