পার্থ খাঁড়া, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ৬ আগস্ট: কেন্দ্র সরকারের নীতি জনবিরোধী, এই অভিযোগ তুলে রাজ্যজুড়ে কেন্দ্র সরকারের বিরুদ্ধে অবস্থান বিক্ষোভ কর্মসূচি করলো তৃণমূল কংগ্রেস। রাজ্যের পাশাপাশি ঝাড়গ্রাম জেলাজুড়ে পালিত হয় এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি। ঝাড়গ্রাম শহরের প্রাণকেন্দ্র পাঁচ মাথার মোড়ে রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদার উপস্থিতিতে পালিত হয় অবস্থান বিক্ষোভ। উপস্থিত ছিলেন পৌরসভার চেয়ারম্যান কবিতা ঘোষ, ভাইস চেয়ারম্যান সুখী সরেন, ঝাড়গ্রাম শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি নবু গোয়াল, ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের সহ-সভাপতি সৌমেন আচার্য।
ঝাড়গ্রাম শহরের পাশাপাশি ঝাড়গ্রামের ৮টি ব্লকেই কেন্দ্র সরকারের নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে অবস্থান বিক্ষোভ পালন করা হয়। বেলপাহাড়ি ব্লকের ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন বীরবাহা সরেন টুডু এবং ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অজিত মাহাত ও ব্লক সভাপতি চিন্ময় মাহাতোর উপস্থিতিতে অবস্থান বিক্ষোভ পালিত হয়। গোপীবল্লভপুর দু’নম্বর ব্লকের বেলিয়েবেড়ায় ব্লক সভাপতি টিঙ্কু পালের নেতৃত্বে অবস্থান বিক্ষোভ পালিত হয়। এর পাশাপাশি গোপীবল্লভপুর এক নম্বর ব্লকেও ব্লক নেতৃত্বদের উপস্থিতিতে কেন্দ্র সরকারের নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে অবস্থান বিক্ষোভ পালিত হয়।

নয়াগ্রামে ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি দুলাল মুর্মুর উপস্থিতিতে অবস্থান বিক্ষোভ পালিত হয়। রবিবার দুপুর ১২টা থেকে বিকেল ৪টে পর্যন্ত ঝাড়গ্রাম জেলার ৮টি ব্লকে এবং ঝাড়গ্রাম জেলা শহরে কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে শান্তিপূর্ণভাবে অবস্থান বিক্ষোভ পালিত হয়।

