সাথী দাস, পুরুলিয়া, ২২ ডিসেম্বর: যেন উলোট পুরাণ! গত কয়েক দিনের মতো আজও আবাস যোজনার তালিকায় যোগ্য ব্যক্তিদের নাম না থাকায় তালা লাগিয়ে বিক্ষোভ দেখালেন তৃণমূল কর্মী ও গ্রামবাসীরা।

পুরুলিয়া ১ নম্বর ব্লকের মানারা গ্রাম পঞ্চায়েতে আবাস যোজনার তালিকায় নাম না থাকায় তালা লাগিয়ে বিক্ষোভ দেখালেন তৃণমূল কর্মী ও গ্রামবাসীরা। সংখ্যায় প্রায় ১০০ জন বঞ্চিত তৃণমূল কর্মী ও গ্রামবাসী ছিলেন। অন্যান্য দিনের মতো পঞ্চায়েত অফিসে কর্মীরা চলে আসেন, তারা কাজও শুরু করেন। সেই সময় বেশ কিছু গ্রামবাসী তাদের সমস্যা নিয়ে পঞ্চায়েত অফিসে হাজির হন। সেই সময় অফিস থেকে তাদের বেরিয়ে যেতে বলেন এবং বেরিয়ে যাওয়ার পর পঞ্চায়েত অফিসের গেটে তালা লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। তালা লাগিয়ে পঞ্চায়েত অফিসের সামনে বিক্ষোভ দেখায়।

অভিযোগ, আবাস যোজনার তালিকায় এমন ব্যক্তিদের নাম রয়েছে যাদের পরিবারের সদস্য সরকারি চাকরি করে, বাড়িতে চার চাকা গাড়ি আছে, পাকা বাড়ি রয়েছে। অথচ যারা বাড়ি পাওয়ার যোগ্য, যাদের মাটির বাড়ি আছে তাদের এই তালিকায় নাম নেই। মোট ৯৪০ জনের নামের তালিকা প্রকাশ হয়েছে, তাতে দেখা যাচ্ছে প্রায় ৬০০ থেকে ৭০০ ব্যক্তির নাম রয়েছে তারা এই বাড়ি পাওয়ার যোগ্য নন। এই তালিকা বাতিল করে নতুন ভাবে নিরীক্ষণ করে যোগ্য ব্যক্তিদের নামের তালিকা প্রকাশ করতে হবে।

মহাজোট পরিচালিত এই মানাড়া গ্রাম পঞ্চায়েতের মোট সদস্য সংখ্যা ১০। তার মধ্যে সিপিএম ৪ কংগ্রেস ২, নির্দল ২ ও তৃণমূল কংগ্রেসের ২ জন। প্রধান নির্বাচিত হন সিপিএমের কবিতা মাহাতো।

