পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৭ এপ্রিল: আজ সবং ব্লক তৃণমূল কংগ্রেসের এসটি সেলের ডাকে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে বঞ্চনা, নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও জীবন দায়ী ওষুধের মূল্য বৃদ্ধি, ১০০ দিনের কাজের বকেয়া টাকা না দেওয়া সহ একাধিক অভিযোগে আজ বিশাল বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হল সবংয়েরর তেমাথানি মাঠে।
রাজ্য এসটি সেলের চেয়ারম্যান দেবু টুডু বর্তমানে কেন্দ্রের বিজেপি সরকার এবং ৩৪ বছরের সিপিএমের আমলে আদিবাসীদের অবস্থার বর্ণনা করেন বলেন, ৩৪ বছর সিপিএম শুধু লাল ঝাণ্ডা ধরিয়ে আদিবাসীদের শোষণ করেছে। আজ বিজেপি আদিবাসীদের জাত পাতের নাম করে বজ্জাতি করছে, অথচ আদিবাসী গরিব মানুষ যারা প্রতিদিন পরিশ্রম করে, ১০০ দিনের কাজের টাকা থেকে তাদের বঞ্চিত করে রাখা হয়েছে। বিজেপি এবং সিপিএমের বিরুদ্ধে তীব্র বিষোদগার করেন তিনি।
মন্ত্রী জোৎস্না মান্ডি বলেন, আমাদের প্রতিটি মা এবং বোনেদের এবং প্রতিটি মানুষদের বুঝতে হবে জানতে হবে কেন্দ্র সরকারের ভূমিকা বর্তমানে কি? তারা গুজরাটের মাটিতে পাঁচ লক্ষ আদিবাসীদের রেশন কার্ড কেড়ে নিয়েছে। এরপর বাংলায় তারা আদিবাসীদের দরদ দেখাচ্ছে। আমরা আদিবাসী মানুষ বুঝি না। আমাদের সমস্ত জাতের মানুষদের বুঝতে হবে। সঙ্ঘবদ্ধভাবে কেন্দ্র এবং ৩৪ বছরের সিপিএমের অপশাসনের বিরুদ্ধে যৌথভাবে লড়াই করতে হবে। আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু আপনারা মনে রাখবেন আমরা আদিম অধিবাসী আদিবাসী। আমাদের নিজস্ব ঐতিহ্য ও সৃষ্টি আছে। তা যেন কারো কাছে বিক্রি করে দেওয়া না হয়। ৩৪ বছর ধরে যারা কোনো জাহিদ স্থানের পাট্টা রেকর্ড দিতে পারেনি। অথচ বর্তমান বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শুধু ১৯টি জাহির থানের পাট্টার রেকর্ড দিয়েছেন। এখানে মানসবাবু নিজের উদ্যোগে মমতা ব্যানার্জির সাহায্য নিয়ে আদিবাসী কালচার সেন্টার তৈরি করেছেন।
আজ মানস বাবু ঘোষণা করেন, আমরা কখনো সিধু কানু বিরসা মুন্ডার বিরুদ্ধে নয়। অথচ বিজেপির সাহায্য নিয়ে অর্থ নিয়ে কয়েকজন সবংয়ের মাটিতে এটা অপপ্রচার করছে তাদের বিরুদ্ধে আমাদের সজাগ হতে হবে এবং রুখে দাঁড়াতে হবে। আমি কথা দিচ্ছি সবংয়ের যে আটটি অঞ্চলে আদিবাসী অধ্যুষিত এলাকা, প্রতিটি অঞ্চলে আমরা সিধু কানু বিরসা মুন্ডার প্রতীকৃতি স্থাপন করবো। আজকের এই কর্মসূচিতে প্রায় হাজার পাঁচেক আদিবাসী কর্মী সমর্থক হাজির ছিলেন।
আজকের এই সভায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের দুই মন্ত্রী ডাক্তার মানস রঞ্জন ভুঁইঞা এবং শ্রীমতি জোৎস্না মান্ডি, রাজ্য তৃণমূল এসটি সেলের চেয়ারম্যান দেবু টুডু, পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূলের চেয়ারম্যান ও জেলা পরিষদের সদস্য পিকু মান্ডি, প্রাক্তন বিধায়ক শ্রীমতি গীতা ভুঁইয়া, ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শেখ আবুল কালাম বক্স, জেলা তৃণমূল কংগ্রেস নেতা বিকাশ ভুঁইঞা সহ অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভানেত্রী এবং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষগণ। সভায় সভাপতিত্ব করেন ব্লক তৃণমূল এসটি সেলের সভাপতি কিশলয় মুর্মু।