TMC, BJP, Onda, ওন্দায় বিজেপি কর্মীর বাড়িতে আগুনের ঘটনার তদন্ত চেয়ে পুলিশের দ্বারস্থ তৃণমূল

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২৮ জানুয়ারি: ওন্দার নন্দনপুরে রাতের অন্ধকারে বিজেপি কর্মীর বাড়িতে আগুন লাগার ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছে তৃণমূল।

বিজেপির অভিযোগ, ওই বিজেপি কর্মীকে সপরিবারে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়েছে। এই অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা চরমে। এই অভিযোগ ঘিরে রাজ্যজুড়ে সরব হয় বিজেপি। বিরোধী দলনেতা ওই বিজেপি কর্মীর বাড়িতে গিয়ে সমবেদনা জানানোর পাশাপাশি ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানান। সভা করেন ওন্দায়। ঠিক তার দু’দিন পরেই ওন্দায় সভা করে এই ঘটনায় সরব হল শাসক দল তৃণমূল। তৃণমূলের দাবি, বিজেপি কর্মীর বাড়িতে আগুন লাগার ঘটনা নিছক দুর্ঘটনা। নিরপেক্ষ তদন্ত হলে সব জানা যাবে। তাই তদন্তের দাবি জানিয়ে ওন্দা থানায় মঙ্গলবার সন্ধ্যায় লিখিত আবেদন জমা দেওয়া হয় তৃণমূলের পক্ষ থেকে।

গত ২১জানুয়ারি গভীর রাতে ওন্দা থানার নন্দনপুর গ্রামে বিজেপি কর্মী তাপস বারিকের বাড়িতে আগুন লেগে যায়। তাপসের পরিবার ও বিজেপির অভিযোগ, দরজায় শিকল তুলে বাড়িতে আগুন লাগিয়ে পরিবার সহ তাকে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়। এই অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। সেই ঘটনায় কার্যত শোরগোল পড়ে যায় রাজ্যজুড়ে। এই ঘটনার পর গ্রামে গিয়ে তাপস বারিকের পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়ার পাশাপাশি দোষীদের গ্রেফতারের দাবিতে সরব হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও ওন্দার বিধায়ক অমর নাথ শাখা। এই ঘটনাকে তৃণমূলের পরিকল্পিত চক্রান্ত বলে অভিযোগ তোলে বিজেপি। এবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভার পাল্টা সভা করে মঙ্গলবার সন্ধ্যায় ওন্দা থানায় গিয়ে তদন্তের লিখিত আবেদন জানায় তৃণমূল নেতৃত্ব।

এই প্রেক্ষিতে উল্লেখ্য, ওন্দায় সভা করে শুভেন্দু অধিকারী এই ঘটনায় দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানানোর পাশাপাশি পুলিশকে হুঁশিয়ার করেন। মঙ্গলবার সন্ধ্যায় ওন্দায় বিজেপির পাল্টা সভা করে তৃণমূল। এই সভায় দাবি করা হয় যে, তাপস বারিকের বাড়িতে অগ্নিকাণ্ড নিছকই দুর্ঘটনা। এনিয়ে কুৎসা ছড়াতে রাজনৈতিক রঙ দিচ্ছে বিজেপি। এই সভা শেষে তৃণমূল নেতৃত্ব ওন্দা থানায় গিয়ে ঘটনার নিরপেক্ষ তদন্ত চেয়ে লিখিত আবেদন জানায়। যদিও গোটা ঘটনাকে পরিকল্পিত রাজনৈতিক আক্রমণ বলে দাবি করে বিজেপির বক্তব্য, এখন নজর এড়াতে পুলিশকে দিয়ে দুর্ঘটনা বলে চালানোর চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *