স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২০ ফেব্রুয়ারি: বকেয়া ডিএ’র দাবিতে রাজ্য সরকারি কর্মচারিদের দুদিনের কর্মবিরতি পালিত হচ্ছে তৃণমূল কংগ্রেস পরিচালিত কালিয়াগঞ্জ পৌরসভায়। কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপতি রামনিবাস সাহা জানিয়েছেন, তিনি সকালে পৌরসভায় পৌছেছেন। কর্মীরা হাজিরা খাতায় সই করেছেন। সামন্য অসুবিধা হলেও পরিষেবায় কোনো প্রভাব পড়েনি।

অবিলম্বে বকেয়া ডিএ প্রদান, অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ, সমস্ত শূন্যপদে স্বচ্ছভাবে নিয়োগ, সমকাজে সমবেতনের দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে আজ এবং আগামীকাল দুদিনের কর্মবিরতি ডাক দেওয়া হয়েছে। এই কর্মবিরতিতে রাজ্য সরকার কড়া মনোভাব নিয়েছেন। সরকারি কর্মীরা কর্মবিরতিতে অংশ নিলে তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। সেই নির্দেশকে উপেক্ষা করে কালিয়াগঞ্জ পৌরসভার কর্মীরা কর্মবিরতিতে অংশ নিয়েছেন।

পৌরপতি রামনিবাস সাহা জানান, কর্মীরা প্রত্যেকেই হাজিরা খাতায় সই করেছেন। তবে কর্মীরা গেটের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। তিনি সকালেই পৌরসভায় পৌছেছেন। কর্মীরা কাজ না করায় কিছু সমস্যা হয়েছে। জরুরি পরিষেবা স্বাভাবিক আছে।

