আমাদের ভারত, স্নেহাশিস, নদিয়া, ১৯ জুলাই: ২১ জুলাই তৃণমূলের শহিদ দিবস পালনে মানুষকে যোগদান করার আহ্বান জানিয়ে দেওয়াল লিখনের পর এবার পথসভার মাধ্যমে প্রচার শুরু করলো তৃণমূল। আর সেই পথসভায় যোগ দিলেন শান্তিপুরের বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী।
সূত্রের খবর, বুধবার রাতে শান্তিপুর ব্লকের বেলঘড়িয়া ১ অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি সুনীল বসাকের নেতৃত্বে ২১ জুলাইয়ের সভার প্রস্তুতি হিসেবে পথসভার আয়োজন করা হয়। আর সেই পথসভায় প্রধান বক্তা হিসেবে যোগ দেন শান্তিপুরের বিধায়ক।
প্রসঙ্গত সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে ২৯টি আসন ও উপ নির্বাচনে ৪টি আসন জেতার পর এবারের ২১ জুলাইয়ের সমাবেশ এমনিতেই তৃণমূল কর্মীদের কাছে এক অন্য মাত্রা যোগ করেছে। ইতিমধ্যেই ২১ জুলাইয়ের সমাবেশকে বিজয় দিবস হিসেবে দেখছে। আর সেই সভা থেকে দলীয় কর্মীদের কী বার্তা দেন তৃণমূল সুপ্রিমো, তা জানতে উৎসাহী তৃণমূল কর্মীরা। আর ২১ জুলাইয়ের সেই সভায় তৃণমূল নেতা কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও যাতে যোগ দেন তার লক্ষেই এই প্রচার অভিযান বলে জানান শান্তিপুরের তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামী।