গরিব মানুষের জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ আলতাপুর অঞ্চল সভাপতি রুস্তম আলির বিরুদ্ধে

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১৯ জানুয়ারি: গরিব মানুষের জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠলো আলতাপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি রুস্তম আলি ও তার এক সঙ্গী বদিরুদ্দিনের বিরুদ্ধে। এই ঘটনায় বিভিন্ন জায়গায় লিখিত অভিযোগ দায়ের করলেও কোনও কাজ হচ্ছে না বলে অভিযোগ করেন গ্রামবাসীরা।

করনদিঘী ব্লকের আলতাপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি রুস্তম আলি ও তার এক সঙ্গী বদিরুদ্দিনের বিরুদ্ধে করনদিঘী ব্লকের আন্ধারিয়া, দোমহোনা, প্রাননগর, মেহেন্দাবাড়ি, কদমতলা, দলভপুর, সাবধান সহ একাধিক গ্রামে প্রায় শতাধিক পরিবারের জমি কারচুপি করে দখন করার অভিযোগ উঠে। এই বিষয়ে জেলা প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করা হলেও কোনও কাজ হয়নি বলে জানান গ্রামবাসীরা।

এম ডি জি হক নামে এক গ্রামবাসী জানিয়েছেন, আমার বাবার ৬০ বছরের জমিটাকে ছলচাতুরী করে জমি নিজেদের নামে করে নিয়েছে। অঞ্চল সভাপতি রুস্তম আলির বিরুদ্ধে কেউ কিছু বললে তাকে মেরে ফেলার হুমকি দেয় বলে অভিযোগ করেন তারা। এই ঘটনায় গ্রামবাসীরা জেলা প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করেছে। গ্রামের লোকজন এদের শাস্তির দাবি জানিয়েছে।

সাখিলা বিবি নামে অন্য এক গ্রামের মহিলার বক্তব্য, আমাদের বাড়ি ঘর ভেঙ্গে দিবে আর প্রাণে মারার হুমকি দিয়েছে অঞ্চল সভাপতি রুস্তম আলি ও তার সঙ্গী বদিরুদ্দিন। আতঙ্কে দিন কাটাতে হচ্ছে বলে জানান তিনি। পাশাপাশি তাদের উপযুক্ত শান্তির দাবী জানিয়েছেন তিনি।

বিউটি খাতুন নামে অপর এক গ্রামের মহিলা জানিয়েছেন, আমার ৪ একক জমি তাদের নামে করে নিয়েছে। এখন আমার জমি ফেরত চাই বলে জানান তিনি।

যার বিরুদ্ধে অভিযোগ, তৃণমূল কংগ্রেসের সেই অঞ্চল সভাপতি রুস্তম আলি জানিয়েছেন, আমার উপরে যে অভিযোগ উঠেছে গোটাটাই ভিত্তিহীন। আমি টাকা দিয়ে জমি কিনেছি। যারা অভিযোগ করছে তারা সরাসরি তাদের জমি বিক্রি না করে মিডিলম্যানকে দিয়ে জমি বিক্রি করিয়েছে। আমি ওই মিডিলম্যানকে টাকা বুঝিয়ে দিয়েছি। এখন মিডিলম্যান যদি ওদের টাকা না দেয় তাতে আমার কিছু করার নেই, কারণ আমি টাকা দিয়ে জমি কিনেছি।

এব্যাপারে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল বলেন, তৃণমূল কংগ্রেসের দলের নাম ভাঙিয়ে এরকম যদি করে থাকে প্রশাসনকে জানানোর পাশাপাশি ঘটনা যদি সত্যি হয় তাহলে দল থেকেও বহিষ্কার করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *