তৃণমূলের জেলা সভাপতি পরিবর্তন! মুখ্য নির্বাচন আধিকারিককে দেওয়া তালিকায় তোলপাড় পুরুলিয়া

সাথী দাস, পুরুলিয়া, ১৭ নভেম্বর:  তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি বদল! দুই মাসের মধ্যে ফের এই বদলের তালিকা প্রকাশ হতেই হৈচৈ শুরু হয়েগেছে পুরুলিয়ার তৃণমূল কংগ্রেস নেতা কর্মীদের মধ্যে। দলের টালমাটাল অবস্থায় খোদ তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সির সই করা তালিকা প্রকাশ হতেই তোলপাড় শুরু হয়ে যায় জেলার রাজনৈতিক মহলে।

আজ রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিককে রাজ্য তৃণমূল কংগ্রেস সভাপতি সুব্রত বক্সির সই করা একটি প্যাডে কলকাতা সহ রাজ্যের সব জেলা সভাপতিদের নামের তালিকা পাঠানো হয়। সেখানে জানানো হয় তালিকা ভুক্ত ব্যক্তিরা দলের নিবন্ধিত ও অনুমোদিত সংশ্লিষ্ট জেলা সভাপতি। ওই তালিকায় বর্তমান পুরুলিয়া জেলা সভাপতি গুরুপদ টুডুর পরিবর্তে জেলা তৃণমূলের অন্যতম আহ্বায়ক তথা জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়ের নাম লেখা হয়। আর ওই চিঠি ও তালিকা আজই জেলা তৃণমূলের পক্ষ থেকে সংবাদ মাধ্যমকে জানানো হয়। সেই তালিকা দ্রুত ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। মুঠোফোনের দৌলতে ছড়িয়ে যায় তৃণমূল কংগ্রেসের নেতা, কর্মী ও সমর্থকদের মধ্যে।  অনেকেই বলেন, “দলটা ভূতেই চালাচ্ছে এখন।”

পত্রপাঠ ড্যামেজ কন্ট্রোলে নেমে পড়েন পুরুলিয়া জেলা তৃণমূলের মুখ পাত্র নবেন্দু মাহালী।  তিনি অবশ্য এটাকে ‘প্রিন্টিং মিসটেক ‘ বলে সংশোধনের চেষ্টা চালান। সন্ধ্যে নাগাদ ফের রাজ্য তৃণমূল কংগ্রেসের পক্ষে সুব্রত বক্সির তালিকা সংশোধন করে মুখ্য নির্বাচন আধিকারিককে পাঠানো হয়। তৃণমূল জেলা সভাপতি গুরুপদ টুডু জানান, “এটা একটা অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়। তালিকা তৈরির সময় এটা ভাবা উচিৎ ছিল।”

এদিন হাওড়া জেলা সভাপতির ভুল নাম নিয়েও বিভ্রান্তি ছড়ায়। লক্ষ্মী রতন শুক্লার পরিবর্তে অরূপ রায়ের নাম তালিকা ভুক্ত করে মুখ্য নির্বাচন আধিকারিককে পাঠানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *