পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১১ জানুয়ারি: শনিবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গাড়িতে হামলার অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা ছড়ায় পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোড এলাকায়। শুভেন্দু অধিকারী গড়বেতা থানায় নয় জন তৃণমূল কংগ্রেস কর্মী ও সমর্থকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের একদিন পরেই, আজ সেই অভিযোগকে ‘মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করে পথে নামল তৃণমূল কংগ্রেস।
আজ চন্দ্রকোনা রোড এলাকায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি বিক্ষোভ প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। চন্দ্রকোনা রোডের তৃণমূল কংগ্রেস পার্টি অফিস থেকে শুরু হওয়া এই মিছিল চন্দ্রকোনা রোড চকে এসে শেষ হয়। উল্লেখযোগ্য বিষয় হলো, শুভেন্দু অধিকারী যাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন, সেই নয় জন তৃণমূল কংগ্রেস কর্মী ও নেতৃত্বই মিছিলের সামনের সারিতে থেকে নেতৃত্ব দেন।

এই মিছিলে সামনে থেকে হাঁটতে দেখা যায় দেবাঞ্জন মণ্ডল ও অভিষেক সিনাকে, যাদের নাম অভিযোগপত্রে উল্লেখ রয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। মিছিলে অংশগ্রহণকারী তৃণমূল কর্মী ও সমর্থকরা অভিযোগ করেন, বিজেপি নেতা শুভেন্দু অধিকারী রাজনৈতিক স্বার্থে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে ভয় দেখানোর চেষ্টা করছেন।
বিক্ষোভকারীদের দাবি, এলাকায় শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হিংসাত্মক রূপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তাঁরা অবিলম্বে এই অভিযোগ প্রত্যাহারের দাবি জানান এবং প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্তের আবেদন করেন। ঘটনাকে কেন্দ্র করে চন্দ্রকোনা রোড এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।

