পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৩ জানুয়ারি: পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা স্টেশন সংস্কারের স্বার্থে স্টেশন সংলগ্ন দোকানদারদের উচ্ছেদের নোটিশ দিল রেল কর্তৃপক্ষ।
সোমবার স্থানীয় দোকানদারদের পুর্নবাসন সহ ক্ষতিপূরণের দাবি নিয়ে রেল স্টেশনে স্থানীয় দোকানদারদের নিয়ে বিক্ষোভ দেখালো তৃণমূল নেতৃত্ব। উপস্থিত ছিলেন গড়বেতা বিধানসভা কেন্দ্রের বিধায়িকা উত্তরা সিংহ হাজরা। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় দোকান মালিকরা। তাদের দাবি, আমাদের পুনর্বাসন দিতে হবে এবং যেই ক্ষতি হবে সেই ক্ষতিপূরণ দিতে হবে রেল কর্তৃপক্ষকে।