সাথী দাস, পুরুলিয়া, ৩ মার্চ: যোগীর রাজ্যে মমতা ব্যানার্জির ওপর আক্রমণের প্রতিবাদে তৃণমূলের বিক্ষোভ কর্মসূচি পালন। পুরুলিয়া শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজ ট্যাক্সি স্ট্যান্ডে একটি বিক্ষোভ কর্মসূচি হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি জ্যোর্তিময় ব্যানার্জি ও সদ্য জেতা তৃণমূলের কাউন্সিলররা। পুরুলিয়া শহরে মিছিল করে স্থানীয় টাক্সি স্ট্যান্ডে এসে মিছিল শেষ হয়। সেখানেই অবস্থান করে বিক্ষোভ দেখান নেতা কর্মীরা।
প্রসঙ্গত, বুধবার সন্ধ্যায় গেরুয়া বাহিনীর আক্রমণের মুখে পড়েন পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গঙ্গারতি দর্শনে লালবাহাদুর শাস্ত্রী বিমানবন্দর থেকে দশাশ্বমেধ ঘাটে আসার পথে বারাণসী শহরের বেনিয়াতে মমতাকে কালো পতাকা দেখান ভক্তকুলের একাংশ। জয় শ্রীরাম ধ্বনির সঙ্গে চলে “গো ব্যাক মমতা”–সহ নানা স্লোগান। লাঠি আর হাত দিয়ে চাপড়ও মারা হয় তৃণমূল সুপ্রিমো মমতার গাড়িতে। এই ঘটনায় সরাসরি বিজেপিকে দায়ী করে আজ রাজ্যজুড়ে প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি পালন করে তৃণমূল।