পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: দলের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ গড়বেতা ৩নং ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে চন্দ্রকোনা রোডে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করা হল। কেন্দ্রের বিজেপি সরকারের নীতি, পেট্রোপণ্য সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, জাতীয় সম্পদের বেসরকারীকরণ এবং ১০০ দিনের কাজে বাংলার প্রতি বঞ্চনার বিরুদ্ধে আজকের এই অবস্থান কর্মসূচি।
আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ক্রেতা সুরক্ষা দফতরের রাষ্ট্রমন্ত্রী শ্রীকান্ত মাহাতো, রাজীব ঘোষ, নিমাই ব্যানার্জি সহ অন্যান্য নেতৃদের পাশাপাশি কয়েক হাজার দলীয় কর্মী সমর্থক।