পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৮ ডিসেম্বর: বৃহস্পতিবার পিড়াকাটায় অনুষ্ঠিত হল তৃণমূলের প্রতিবাদ সভা। কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি ও পশ্চিমবঙ্গ সরকারের প্রতি আর্থিক বঞ্চনার অভিযোগ আনা হয় তৃণমূলের তরফে। বিজেপি ও সিপিআইএম-এর বিরুদ্ধে যৌথ চক্রান্তেরও অভিযোগ আনা হয় প্রতিবাদ সভায়।
এই দিন উক্ত সভায় উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ নেপাল সিং, পশ্চিম মেদিনীপুর জেলার সাংগঠনিক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সন্দীপ সিং, শালবনী পঞ্চায়েত সমিতির সভাধিপতি মিনু কোয়াড়ি, সহ সভাপতি বুলবুল হাজরা, শালবনী ব্লক কিষাণ ক্ষেত মজুর সেলের সভাপতি সনৎ মাহাতো, শালবনী ব্লকের সাংগঠনিক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি গৌতম বেরা, যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত সানি, ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ঊষা কুন্ডু, ব্লক কৃষি কর্মাধ্যক্ষ নন্দিতা সিংহ প্রমুখরা।