পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩০ জুলাই: মণিপুরের ঘটনার প্রতিবাদে শালবনিতে ধিক্কার মিছিল করলো তৃণমূল। বিজেপি শাসিত রাজ্যগুলিতে মহিলাদের উপর বেড়ে চলা অত্যাচার ও নৃশংসতা এবং মণিপুরে ঘটে যাওয়া পাশবিক নিন্দনীয় ঘটনার পরেও কেন্দ্রীয় সরকারের নীরবতার প্রতি চরম প্রতিবাদ জানিয়ে ধিক্কার মিছিল করলো তৃণমূল। আজ শালবনি ব্লক তৃণমূল যুব কংগ্রেসের ডাকে এই মিছিল হয়।
মিছিলে উপস্থিত ছিলেন মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সন্দীপ সিংহ, শালবনি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নেপাল সিংহ, শালবনি বিধানসভার বিধায়ক শ্রীকান্ত মাহাতো, শালবনি ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সুব্রত সানি। এছাড়াও উপস্থিত সমস্ত অঞ্চলের নেতৃত্ব বৃন্দ।