পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতির প্রতিবাদে শালবনীতে অবস্থান বিক্ষোভ তৃণমূলের। কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি, পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধি, জাতীয় সম্পদের বেসরকারিকরণ ও ১০০ দিনের কাজে বাংলার প্রাপ্য ৮.৫ কোটি টাকা আটকে রাখার প্রতিবাদে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে আজ পশ্চিম মেদিনীপুরের শালবনী ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে শালবনী ইউনাইটেড ব্যাঙ্কের সামনে অবস্থান বিক্ষোভের আয়োজন করা হয়।

উপস্থিত ছিলেন শালবনি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা সভাপতি সুজয় হাজরা, ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি নেপাল সিং, পঞ্চায়েত সমিতির সভাপতি মিনু কোয়ারি, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ কাশেম খান সহ অন্যান্য ব্লক ও অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা। কয়েক হাজার দলীয় কর্মী সমর্থক এই অবস্থান কর্মসূচিতে সামিল হয়।

