জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: অবশেষে ভারতীয় কৃষকদের সংগ্রামী আন্দোলনের কাছে মাথানত করল নরেন্দ্র মোদীর সরকার বলে দাবি তৃণমূলের। শুক্রবার কেন্দ্রীয় সরকারের পরাজয় স্বীকারের দৃশ্য দেখলো তামাম ভারতের কৃষক সমাজ। দেশের সমস্ত বিরোধী দলের দাবি, আন্দোলনরত যেসব কৃষকরা মারা গেলেন তার দায় নিতে হবে বিজেপি সরকারকেই। দীর্ঘদিনের আন্দোলনে কৃষকদের জয়লাভে সংগ্রামী চেতনাকে শ্রদ্ধা জানাতে মিছিল করছেন বিধায়ক তথা পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সহ সভাধিপতি অজিত মাইতি। তার নেতৃত্বে খড়্গপুর ২নং ব্লকের মাদপুর বাজারে মিছিল সংগঠিত হয়।