পুরুলিয়ার ঝালদায় আবাস প্রকল্পে তৃণমূল প্রধানের নাম, অস্বস্তি দলে

সাথী দাস, পুরুলিয়া, ৮ ডিসেম্বর: প্রধানমন্ত্রী আবাস যোজনায় রয়েছে তৃণমূল প্রধানের নাম। সোমবার তাঁর গোচরে আসতেই সেই নাম বাতিলের আবেদন জানালেন খোদ পঞ্চায়েত প্রধান। ঝালদা ১ নম্বর ব্লকের ইলু জারগো গ্রাম পঞ্চায়েতের ঘটনা। প্রধান প্রকাশ কুমার মাহাতো জানান, “প্রধানমন্ত্রী আবাস যোজনার যে নতুন তালিকা প্রকাশ হয়েছে তাতে দেখতে পাই আমার নাম রয়েছে। হয়তো এর পূর্বে যখন সার্ভে হয় তখন কোনো কারণে আমার নাম চলে আসে। আমি নিজে একজন গ্রাম পঞ্চায়েত প্রধান। আমার নাম কিভাবে এলো তালিকায় বুঝতে পারছি না। তালিকা থেকে আমার নাম কাটতে আবেদন জানাচ্ছি বিডিও ও মহকুমা শাসককে। আমার পরিবর্তে এলাকার যোগ্য ব্যক্তি যাতে বাড়ি টা পান তারও অনুরোধ জানাব।”

বাড়ি প্রাপকের তালিকায় প্রধানের নাম জড়ানোয় হৈ চৈ পড়ে যায় ইলু জারগো পঞ্চায়েত এলাকায়। ১০ আসন বিশিষ্ট ওই পঞ্চায়েতে বিজেপি ৩, তৃণমূল ৪ ও কংগ্রেসের ৩ সদস্য। বিজেপিকে সুযোগ না দিতে কংগ্রেসকে সঙ্গে নিয়ে বোর্ড গড়েছিল তৃণমূল। প্রধান ও উপ প্রধান তৃণমূলের। দলের প্রধানের নাম আবাস প্রকল্পে জড়িয়ে যাওয়ায় অস্বস্তি বাড়ায় তৃণমূলের।

স্থানীয় বাসিন্দা তথা জেলা বিজেপির সাধারণ সম্পাদক শঙ্কর মাহাতো বলেন, “কেঁচো খুঁড়তে সাপ বেরোচ্ছে। আবাস যোজনার তালিকায় তৃণমূলের বিত্তশালীদের নামও রয়েছে। প্রধানও লোভ সামলাতে
পারেননি। ঠগ বাছতে প্রশাসন দ্বিধাগ্রস্ত।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *