সাথী দাস, আমাদের ভারত, পুরুলিয়া, ১৯ ফেব্রুয়ারি: তৃণমূলের দলীয় পতাকা ছিঁড়ে নর্দমায় ফেলে দেওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো রঘুনাথপুর শহরে। আজ সকালে পুরুলিয়ার রঘুনাথপুর পৌরসভার অন্তর্গত ৩ নম্বর ওয়ার্ডের মালি গলি এলাকায় এই ঘটনাটি ঘটে।

ওই ওয়ার্ডের তৃণমূল প্রার্থী আনন্দ বাউরি জানান, এদিন সকালে দলীয় কর্মী সমর্থকরা তাকে জানান, এই এলাকায় তৃণমূলের একাধিক পতাকা নর্দমায় ফেলে দেওয়া হয়েছে। আনন্দবাবুর অভিযোগ, “তৃণমূলের জয় নিশ্চিত তাই বিরোধী দলগুলি এই রকম নিন্দনীয় কাজ করেছে।” এদিন তিনি নর্দমা থেকে দলীয় পতাকা তুলে সেগুলিকে ধুয়ে পুনরায় টাঙিয়ে দেবার ব্যবস্থা করেন।

ওই ওয়ার্ডের বিজেপি প্রার্থী বংশীধর রজকের দাবি, “তৃণমূলের হার নিশ্চিত সেই কারণে তারা এইসব নাটক করছে। এই ঘটনায় বিজেপি কোনরকম জড়িত নয়।”

