ব্যক্তিগত প্রভাব খাটিয়ে সরকারি কমিউনিটি টয়লেট নিজের জমিতে করার অভিযোগ নাকাশিপাড়ার তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২ জুন: ব্যক্তিগত প্রভাব খাটিয়ে সরকারি কমিউনিটি টয়লেটের স্কিম নিজের জমিতে করার অভিযোগ উঠল তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। নদিয়ার নাকাশিপাড়া ব্লকের বীরপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের হরিদ্রাপোতা গ্রামের ঘটনা।

জানা গেছে, কিছুদিন আগে হরিদ্রাপোতা গ্রামীণ হাটে সরকারি কমিউনিটি টয়লেটের জন্য তিন লক্ষ টাকার অনুদান পাস হয়। অভিযোগে, এই স্কিম ব্যক্তিগত প্রভাব খাটিয়ে নিজের জমিতে করার অভিযোগ ওঠে বীরপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য সুলতান মণ্ডলের বিরুদ্ধে। গ্রামের লোকেদের আরও অভিযোগ, যে জায়গায় ঐ তৃণমূল সদস্য কমিউনিটি টয়লেটটা বানাতে চাইছেন সেই জমি দোগাছিয়া পঞ্চায়েতের অন্তর্ভুক্ত। গ্রামবাসীদের দাবি, সরকারি কমিউনিটি টয়লেটের টাকা যেহেতু হরিদ্রাপোতা গ্রামের হাটের জন্য মঞ্জুর হয়েছে সেহেতু টয়লেট সেখানেই হোক অথবা কমিউনিটি টয়লেটটি হরিদ্রাপোতা গ্রামের মসজিদে নির্মাণ করা হোক কারোর ব্যক্তিগত জায়গায় নয়।

বীরপুর দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য সুলতান মণ্ডলের সঙ্গে এ বিষয়ে বারংবার যোগাযোগ করা হলেও তিনি ফোন তোলেননি। নাকাশিপাড়া ব্লক উন্নয়ন সমষ্টি আধিকারিক জানান, “আমার কাছে এ বিষয়ে একটা অভিযোগ এসেছে। এখানে যেহেতু জনগণের স্বার্থ জড়িত সেহেতু বিষয়টা গুরুত্ব দিয়ে দেখছি”।

স্থানীয় সিপিআইএমের যুব সভাপতি এরশাদ আলী শেখ (কুরবান) জানান, “ওখানে ইট বালি সিমেন্ট ফেলা হয়েছে। এখনো পড়ে আছে। আমরা আভাস পেয়েছি যে কোনো সময় কাজ শুরু হয়ে যেতে পারে। তবে এক পঞ্চায়েতের কাজ অন্য পঞ্চায়েতে কিভাবে যায়?”

তৃণমূল কর্মী তাজোদ্দিন শেখ জানান, “সুলতানকে আমরা জিতিয়ে নিয়ে এসেছিলাম। আর ও হরিদ্রাপোতা পঞ্চায়েতের মানুষকে প্রতারিত করে দোগাছিয়া পঞ্চায়েতে নিজের জমিতে কমিউনিটি টয়লেট নির্মাণ করতে চাইছে। তাও যদি বুঝতাম জমির সামনের দিকে টয়লেট নির্মাণের জন্য জমি দিত। টয়লেট টাও নির্মাণ করছে পিছনের দিকে। যাতে সামনের দিকে বাড়ি করলে পিছনের দিকে আর কেউ না যেতে পারে। সরকারি টয়লেটও যাতে ব্যক্তিগত হয়ে যায়”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *