আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২০ ফেব্রুয়ারি :
মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির সভাপতি দিবাকর জানা জেল থেকে জামিনে মুক্তি পেলেন আজ। মুক্তি পাওয়ার পর তার অনুগামীরা তাকে ফুল ও মালা দিয়ে অভ্যর্থনা জানায়। কোলাঘাট থার্মাল পাওয়ার প্লান্টের আধিকারিককে মারধরের ঘটনায় মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির সভাপতি দিবাকর জানা গ্রেপ্তার হয়ে জেল হাজতে ছিলেন। আজ আদালতের রায়ে দিবাকর জানা জামিনে মুক্ত হলেন।
জেল থেকে মুক্ত হওয়ার পরেই কর্মী-সমর্থকদের সাদর অভ্যর্থনায় ভেসে গেলেন তিনি। কয়েকশো অনুগামী অপেক্ষা করছিলেন তার মুক্তির জন্য। ফুল, মালা দিয়ে অনুগামীরা অভ্যর্থনা জানায় তাকে। জেল থেকে বেরিয়ে তিনি জানালেন, তিনি প্রথম থেকেই তৃণমূলের সৈনিক ছিলেন আজও আছেন। তিনি আরো বলেন, দল থেকে সাসপেন্ড করলেও তিনি আগামী পুরভোটে সমস্ত সমর্থকদের নিয়ে ঝাঁপিয়ে পড়বেন দলকে জেতানোর জন্য।