ডেবরার রাধামোহনপুর ২ অঞ্চলে অনুষ্ঠিত হল তৃণমূলের সাংগঠনিক আলোচনা সভা

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৪ ডিসেম্বর: আজ ডেবরা ব্লকের রাধামোহনপুর ২ অঞ্চলে সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হল। আগামী পঞ্চায়েত নির্বাচনকে লক্ষ্য রেখে দলের সংগঠনকে মজবুত করতে ডেবরার বিধায়ক ডঃ হুমায়ুন কবীর এবং ডেবরা ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি বিবেকানন্দ মুখার্জি সহ ব্লকের অন্যান্য নেতৃবৃন্দ একেরপর এক আঞ্চলিক সংগঠনের সাথে আলোচনা সভা করেন।

আগামী পঞ্চায়েত নির্বাচনে ব্লকের ১৪টি অঞ্চলের যাতে বিপুল পরিমাণ সাফল্য আসে সেই লক্ষ্যে গ্ৰামে গ্ৰামে ঘুরে মানুষের অভাব অভিযোগ শুনে সমস্যা সমাধানের চেষ্টা করছেন। এই দিন তিনি কর্মীদের বার্তা দেন ঐক‍্যবদ্ধ ভাবে দলের সকলকে নিয়ে চলতে হবে কোনো উপদলীয় রাজনীতি করা যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *