ব্যারাকপুর শিল্পাঞ্চলের ১৬ টি পৌরসভাই নিজেদের দখলে রাখলো তৃণমূল

আমাদের ভারত, ব্যারাকপুর, ২ মার্চ: ব্যারাকপুর মহকুমার অন্তর্গত ১৬ টি পৌরসভাই নিজেদের দখলে রাখলো তৃণমূল কংগ্রেস। বুধবার সকাল ৮ টা থেকেই শুরু হয় ভোট গণনার কাজ। ব্যারাকপুর রাষ্ট্র গুরু সুরেন্দ্র নাথ কলেজে বীজপুর, হালিশহর, নৈহাটি, ভাটপাড়া, গারুলিইয়া, উত্তর ব্যারাকপুর পৌরসভা, ব্যারাকপুর পৌরসভা, টিটাগড় পৌরসভার গণনা হয়।
অপর দিকে গুরুনানক ডেন্টাল কলেজে বরাহনগর, কামারহাটি, পানিহাটি, দমদম কেন্দ্রের গণনা হয়।

ব্যারাকপুর মহকুমার অত্যন্ত গুরুত্বপূর্ণ বরানগর, কামারহাটি, দমদম পৌরসভা। পৌরসভার নির্বাচনের দিন উত্তর ২৪ পরগনার যে পৌরসভাগুলি উত্তপ্ত হয়ে উঠেছিল তার মধ্যে সবচেয়ে নজরকাড়া পৌরসভা বরানগর ও কামারহাটি পৌরসভা। তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ পেতেই গণ্ডগোল শুরু হয়েছিল এই দুটি পৌরসভায়। আজ ফল প্রকাশ পেতেই, স্পষ্ট হল তৃণমূলের জয়। বেশির ভাগ পৌরসভা বিরোধী শূন্য হলেও বরানগর, কামারহাটি, দমদম পৌরসভায় উল্লেখযোগ্য ভাবে বিরোধীরাও উঠে এসেছে। তবুও তৃণমূলের পাল্লা ভারী। সুতরাং তৃণমূলের বোর্ড গঠন শুধু
এখন সময়ের অপেক্ষা।

কামারহাটি পুরসভা ৩৫ টির ওয়ার্ডের মধ্যে তৃণমূল ৩১ টি নিজের দখলে রেখেছে, নির্দল ৩ টি (২৩,৬,১৫),
সিপিআইএম ১(৫) টি আসনে জয় লাভ করেছে।
বরাহনগর পুরসভার ৩৪ টি ওয়ার্ডের মধ্যে তৃণমূল ৩২ টি, সিপিএম ২ টিতে জয়লাভ করেছে।

অপর দিকে দক্ষিণ দমদমে ৩৪ টি ওয়ার্ডের মধ্যে তৃণমূল ৩২টি নির্দল ২ (৯, ১৫) টি দখল করেছে। দমদম পুরসভার ২২ টি ওয়ার্ডের মধ্যে তৃণমূল ২১ টিতে জয়লাভ করেছে।

তবে উল্লেক্যভাবে তৃণমূলের টিকিট না পেয়ে যারা নির্দলে দাঁড়িয়েছিলেন তাদের মধ্যে যারা আজ জয় পেলেন তাদের অনেকেই ফের তৃণমূলে ফিরে যেতে চাইছেন। কামারহাটির ১৫ নম্বর ওয়ার্ডের জয়ী নির্দল প্রার্থী মদন মিত্রর সাথে দেখা করতে আসেন ও তৃণমূলে যোগদানের আবেদন করেন। সেই সঙ্গে উন্নয়নের কাজে যোগ দেওয়ার কথাও বলেন।

অপর দিকে সবুজ ঝড়ে কার্যত মুখ থুবড়ে পড়ল বিজেপি। ব্যারাকপুর শিল্পাঞ্চলে বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের গড় বলেই পরিচিত ছিল। কিন্তু এই বারের
পৌরসভার ফলে সম্পূর্ণ ধরাশায়ী বিজেপি। ব্যারাকপুর শিল্পাঞ্চলে বীজপুর, হালিশহর, নৈহাটি, ভাটপাড়া, গাড়ুলিয়া, ব্যারাকপুর, টিটাগড়, নর্থ ব্যারাকপুর পৌরসভার ফলাফল সামনে আসতেই অর্জুন সিং’কে আরো বেশি পিছনের সারিতে চলে যেতে দেখা গেলো। কারণ অর্জুন গড়েও বিজেপি কোনো আসন নিতে
পারেনি। বারাকপুর লোকসভা কেন্দ্রের মধ্যে ৮টি পৌরসভা রয়েছে। এই আটটি পৌরসভাই নিজেদের দখলে রাখল তৃণমূল কংগ্রেস। এখানে বিজেপি একটি আসনও পায়নি।

ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ অর্জুন সিং এই প্রসঙ্গে বলেন, মানুষ তো ভোট দিতে পারেনি। কাউন্টিং টা পর্যন্ত লুটে নিয়েছে। অর্জুন সিং মমতা বন্দ্যোপাধ্যায়কে এদিন ছাপ্পাশ্রী উপাধি দেওয়ার কথা বলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *