আমাদের ভারত, ৩ আগস্ট: বঙ্গ বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য সহ বাংলার বিজেপি সাংসদরা অমিত শাহর সঙ্গে বৈঠকে বসবেন সোমবার। রবিবার একথা জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। কী নিয়ে বৈঠকে আলোচনা হবে তার চর্চা শুরু হয়েছে বিজেপির ভিতরে। সূত্রের খবর, শাহর সঙ্গে বৈঠকে বসতে চেয়ে সময় চাওয়া হয়েছিল বঙ্গ বিজেপির তরফে। আগামীকাল অর্থাৎ সোমবার সেই বৈঠক হওয়ার কথা।
পশ্চিমবঙ্গের রাজ্যসভা, লোকসভার বিজেপি সাংসদরা অমিত শাহর সঙ্গে বৈঠকে বসার কারণ নিয়ে জল্পনা তুঙ্গে। সূত্রের খবর, সংসদে এখন বাদল অধিবেশন চলছে। প্রায় প্রতিদিনই তৃণমূল সাংসদরা সংসদের দুই কক্ষে পশ্চিমবঙ্গের নানা বিষয় নিয়ে কেন্দ্রীয় বঞ্চনাকে দায়ী করছ সরব হচ্ছেন। ভাষাবিতর্ক থেকে শুরু করে এসআইআর নিয়ে সুর চড়াচ্ছে তৃণমূল সাংসদরা। ফলে তাদের এই সব প্রশ্নের পাল্টা জবাব দেওয়ার প্রয়োজন রয়েছে বলে মনে করছে বঙ্গ বিজেপি। কিন্তু তার জন্য সংসদে বক্তাদের তালিকায় রোজ বঙ্গ বিজেপি সাংসদদের নাম থাকা প্রয়োজন। না হলে তৃণমূল যেসব অভিযোগ করছে তার জবাব দেওয়া সম্ভব হচ্ছে না।
প্রসঙ্গত, সংসদে কারা বলবেন বিজেপির কেন্দ্রীয় স্তরে সেই বক্তাদের তালিকা তৈরি করা হয়। সেখানে বঙ্গ বিজেপি সাংসদের নাম প্রত্যেকদিন থাকার দরকার, কারণ সামনে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন। আর সেই নির্বাচনকে মাথায় রেখেই সংসদের তৃণমূল সাংসদদের তোলা অভিযোগের জবাব দেওয়ার প্রয়োজন রয়েছে। সম্ভবত সেই বিষয়ে অমিত শাহর সঙ্গে বৈঠকে বসতে চলেছে বঙ্গ বিজেপি সাংসদরা বলে সূত্রের খবর।
এছাড়াও এসআইআর নিয়ে পশ্চিমবঙ্গের মমতা ও তৃণমূল নেতৃত্ব দাবি করছেন, এই প্রক্রিয়া ভোটার তালিকা থেকে বিরোধী ভোটারদের বাদ দেওয়ার ষড়যন্ত্র। কেবল তাই নয়, পরিযায়ী শ্রমিকরা ভিন রাজ্যে বিশেষত বিজেপি শাসিত রাজ্যে গিয়ে আক্রান্ত হচ্ছে এমন অভিযোগ তুলে তৃণমূল বার্তা দেওয়ার চেষ্টা করছে। এইসব বিষয়েও শাহকে জানানো হতে পারে সোমবারের বৈঠকে বলে মনে করা হচ্ছে।
কোন বিষয়ে বৈঠক হবে তা নিয়ে রবিবার বিকেল পর্যন্ত বঙ্গ বিজেপি নেতৃত্ব স্পষ্ট কিছু জানায়নি। তবে শমীক ভট্টাচার্য জানিয়েছেন, সাংগঠনিক বিষয়ে আলোচনা হবে অমিত শাহর সঙ্গে। কারণ রাজ্য কমিটি গঠন বাকি রয়েছে। পাশাপাশি আর জি কর কাণ্ডে নিহত মহিলা চিকিৎসকের পরিবারের দাবি দাওয়া তথা তদন্ত নিয়ে তাদের অসন্তষের কথাও শাহকে বলবেন বলে জানিয়েছেন শমীক ভট্টাচার্য। তাঁর কথায়, “আর জি করে নিহিত চিকিৎসকের বাবা- মা আমাদের সঙ্গে দেখা করতে এসেছিলেন। আগামী ৯ আগস্ট একটি প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেছেন তারা। সে বিষয়ে আমাদের জানাতে এসেছিলেন এবং আরো কিছু বিষয় তারা বলেছেন সেগুলো অমিত শাহ জানাবো।”