আমাদের ভারত, ২ আগস্ট:।রাজ্যের বিরোধী দল গুলিকেই এতদিন রাজ্যের ঘটে যাওয়া একাধিক ঘটনার তদন্তে কেন্দ্রীয় সংস্থা দ্বারা তদন্তের দাবি জানাতে দেখা গেছে। রাজ্যের পুলিশ প্রভাবিত হয়ে সঠিক তদন্ত করবে না বুঝে তারা সিবিআই, ইবির হাতে তদন্ত ভার তুলে দেওয়ার দাবি জানিয়েছেন। কিন্তু এবার রাজ্যে উলট পুরান দেখা গেল। এবার ইডি, সিবিআই তদন্তের জন্য কেন্দ্রীয় মন্ত্রীর কাছে দরবার করলেন খোদ তৃণমূল সাংসদ। আর এই ঘটনায় তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করার সুযোগ হাতছাড়া করলেন না কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।
ইসিএল অর্থাৎ কয়লা খনি এলাকায় ব্যাপক দুর্নীতি হচ্ছে। খনি এলাকায় একাধিক ক্ষেত্রে এই দুর্নীতি হচ্ছে বলে দাবি তৃণমূল সাংসদ কীর্তি আজাদের। তাই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই ও ইডির তদন্ত চেয়ে কয়লা ও খনি মন্ত্রী জি কিষণ রেড্ডিকে চিঠি দিয়েছেন তৃণমূল সাংসদ কীর্তি আজাদ।
আর এই চিঠির প্রেক্ষিতেই রাজ্যের শাসক দলকে কটাক্ষ করলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। একই সঙ্গে তিনি দাবি করলেন, রাজ্য পুলিশ যে সঠিক তদন্ত করে না তা প্রকারান্তরে মেনে নিতে শুরু করেছে তৃণমূল কংগ্রেসের নেতা ও সাংসদরা।
সুকান্তবাবু তৃণমূল সাংসদের লেখা পাঁচ পৃষ্ঠার চিঠি এক্স হ্যান্ডেলে পোস্ট করে লিখেছেন, “অবশেষে তৃণমূল সাংসদরাও সিবিআই এবং ইডির মতো কেন্দ্রীয় সংস্থাগুলির তদন্তের দাবি জানাতে শুরু করলেন। সাংসদ কীর্তি আজাদের এই চিঠি থেকে স্পষ্ট হচ্ছে যে, তিনি পশ্চিমবঙ্গ পুলিশের ওপর আস্থা হারিয়ে ফেলেছেন।” একই সঙ্গে তিনি আরও লিখেছেন, “এটা অবাক করার মত বিষয়, যাদের বিরুদ্ধে তৃণমূল সাংসদের চিঠিতে অভিযোগ করা হয়েছে, তাদের বেশিরভাগই পশ্চিমবঙ্গ বর্ধমানের তৃণমূল জেলা সভাপতি তথা বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর ঘনিষ্ঠ সহযোগী।”