Arjun Singh অর্জুন সিং এর বিরুদ্ধে মারাত্মক অভিযোগ করলেন তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক

আমাদের ভারত, ব্যারাকপুর, ২৭ জুন: অর্জুন সিং এর বিরুদ্ধে মারাত্মক অভিযোগ করলেন তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক। ব্যারাকপুরে একের পর এক ব্যবসায়ীকে টাকা চেয়ে হুমকি দেওয়া, তাদের গাড়ির পিছু ধাওয়া করা চলছে। আর এইসব ঘটনায় অর্জুন সিং এর যোগ রয়েছে বলে অভিযোগ করেছেন তৃণমূল সাংসদ। তাঁর অভিযোগ, এর পেছনে রয়েছে বিহারের দুষ্কৃতীরা, আর তাদের মদত দিচ্ছেন অর্জুন সিং।

ব্যারাকপুরের একের পর এক ব্যবসায়ীকে টাকার জন্য হুমকি ফোন করছে দুষ্কৃতীরা। এমন কী ব্যারাকপুরের গাড়ি ব্যবসায়ী অজয় মন্ডলের ওপর ইতি মধ্যেই হামলা হয়ে গেছে। বেলঘড়িয়ার রথতলায় তাঁর গাড়ি লক্ষ্য করে ৮টি গুলি চালিয়েছিল। অল্পের জন্য তিনি প্রাণে বাঁচেন। এছাড়া, ব্যারাকপুরের প্রসিদ্ধ বিরিয়ানি ব্যবসায়ীকেও ২০ লক্ষ টাকা চেয়ে হুমকি ফোন করেছে দুষ্কৃতীরা। অভিযোগ সেই ব্যবসায়ী অনির্বাণ দাসের গাড়ির পিছু নিয়ে তাকে ভয় পর্যন্ত দেখিয়েছে দুষ্কৃতীরা। এই সমস্ত ঘটনার পেছনে যে দুষ্কৃতীরা রয়েছে তারা বিহারে জেলে বসে এই কর্মকান্ড চালাচ্ছে বলে অভিযোগ।

এইসব ঘটনায় এবার প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের নাম জড়িয়ে দিলেন বর্তমান সাংসদ পার্থ ভৌমিক। তাঁর অভিযোগ, এই সমস্ত ঘটনার পিছনে ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং এর হাত আছে। তাঁর দাবি, অর্জুন সিং হেরে গেছেন তার পরেও ব্যারাকপুরে গুন্ডারাজ চালিয়ে যেতে চাইছেন। তাই হুমকি ধমকানি চমকানি চলছে। অর্জুন সিং ব্যবসায়ীকে মারার জন্য দুষ্কৃতীদের টাকা দিয়েছেন। বুধবার রাতে দিল্লি থেকে ফিরে পার্থ ভৌমিক সাংবাদিকদের মুখোমুখি হয়ে আরো দাবি করেন যে দুষ্কৃতীরা নাকি ব্যবসায়ীকে হুমকি ফোন করার সময় অর্জুন সিংয়ের নাম বলেছে।

অপর দিকে বৃহস্পতিবার সকালে নিজের বাস ভবনে বসে অর্জুন সিং এর পাল্টা দাবি, বিরিয়ানি ব্যবসায়ী অনির্বাণ দাস কে আমি চিনি না। আর সেখানে আমার যোগ থাকবে, পার্থ ভৌমিক বলে দিচ্ছে! তার আরো দাবি, পুলিশ সব জেনেও ইচ্ছা করে আসল অপরাধীদের গ্রেপ্তার করছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *