Mamata Bala, TMC, সোমবার অনশন মঞ্চে তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুর

আমাদের ভারত, ৯ নভেম্বর: সোমবার অনশন মঞ্চে যোগদান করবেন বলে জানিয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুর। বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে তার প্রতিবাদে গত ৫ নভেম্বর থেকে ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আমরণ অনশন শুরু করে তৃণমূলের কিছু সমর্থক।

এসআইআর হলে রাজ্যের প্রায় ২ কোটি মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ যেতে পারে বলে আগেই আশঙ্কা প্রকাশ করে তিনি বলেছিলেন, দেখা যাবে বাদ যাওয়াদের তালিকার ৯৫ শতাংশই মতুয়া। আতঙ্কে সকলে সিএএ-র আবেদনপত্র পূরণ করছে বলে জানিয়েই প্রতিবাদের ডাক দিয়েছিলেন সাংসদ।

বিজেপির ষড়যন্ত্রের প্রতিবাদে গত ৫ নভেম্বর থেকে ঠাকুরবাড়িতে আমরণ অনশন শুরু করে তৃণমূল প্রভাবিত অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘ। বিশেষ কাজে বাইরে ছিলেন বলে ভার্চুয়ালি অনশনের সূচনা করেন মমতাবালা ঠাকুর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *