Sukanta, BJP, TMC, তৃণমূল বিধায়কদের উদ্দেশ্য মুসলিম অনুপ্রবেশকারীদের নাগরিকত্ব দিয়ে পশ্চিমবঙ্গের মানচিত্রকে পরিবর্তন করা: সুকান্ত

আশিস মণ্ডল, আমাদের ভারত, বোলপুর, ১৫ জানুয়ারি: “চাকুলিয়া হোক কিংবা ফারাক্কা, তৃণমূল বিধায়কদের একটাই উদ্দেশ্য, বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা করা। পশ্চিমবঙ্গের মানচিত্রকে পরিবর্তন করা। পশ্চিমবঙ্গকে আইএসআই’য়ের পীঠস্থান তৈরি করা। বিজেপি তার বিরুদ্ধে লড়ছে। আগামী দিনেও আমরা লড়বে।” বৃহস্পতিবার বীরভূমের জয়দেব মেলায় এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।

এদিন বিকেলে জয়দেবে আসেন সুকান্ত মজুমদার। জেলায় বেশ কয়েকটি অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা তাঁর। জয়দেবে পুজো দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। ইডির তদন্তে বাধা এবং তাদের মোবাইল ও ল্যাপটপ চুরি প্রসঙ্গে সুকান্তবাবু বলেন, “আমাদের মুখ্যমন্ত্রী এবং তাঁর আশপাশের লোকজন সম্পর্কে জানতাম তিনি কয়লা চুরি করেন, পাথর চুরি করেন, গরু পাচার করেন। শেষে ইডির মোবাইল চুরি করছেন! এতো ভয়ঙ্কর অবস্থা। তৃণমূলের এতো বাজে অবস্থা জানতাম না। এর থেকে রাস্তায় বাটি নিয়ে বসলেই হতো।”

মুখ্যমন্ত্রীর ফাইল চুরি প্রসঙ্গে তিনি বলেন, “ইডির কাজে বাধা না চুরি সেবিষয়ে কিছু বলব না। তবে ওইদিন মুখ্যমন্ত্রী যে কাজ করেছেন সেটা ভালো করেননি এটা বলতে পারি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *