আমাদের ভারত, ২৬ আগস্ট: “চোর যেমন করে তাড়া খেয়ে পালায়, তেমনি করে জনপ্রতিনিধি পালাল, মোবাইল ফোন নর্দমায় ফেলে দিল।
বিজেপি করার অপরাধে বাপ আর ভাই একজনকে পিটিয়ে মারল, আর পুলিশ খুনীদের হয়ে সাফাই গাইল। আর কত নীচে নামবে বাঙালি হিন্দু?”
মঙ্গলবার প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় এক্সবার্তায় এই মন্তব্য করেছেন। প্রসঙ্গত, সিবিআইয়ের পর এ বার ইডিকে দেখে আবার মোবাইল ছুড়ে ফেলে সোমবার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা পালানোর চেষ্টা করেছিলেন। অভিযোগ, পালানোর সময় বাড়ির পিছনের ঝোপে একটি মোবাইল ফেলে দেন তিনি। পরে তা উদ্ধার করা হয়। গ্রেফতার হন জীবনকৃষ্ণ।