জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৮ জুলাই: শুক্রবার বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি নিয়ে সরব হলেন বিধায়ক তথা জেলা পরিষদের সহ- সভাধিপতি অজিত মাইতি।
এদিন গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনা রোডের অডিটোরিয়াম হলে গড়বেতা এক নম্বর দু’নম্বর এবং তিন নম্বর ব্লকের বিডিও সহ সমস্ত প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে রিভিউ মিটিংয়ের আয়োজন করা হয়। মিটিংয়ে মূলত এলাকার কি কি উন্নয়ন হয়েছে এবং কি কি কাজ এখনো বাকি রয়েছে সেসব বিষয়ে আলোচনা করা হয়। অজিত মাইতি ছাড়াও উপস্থিত ছিলেন জেলাশাসক আয়েশা রানী, জেলা পরিষদের সভাধিপতি তথা বিধায়ক উত্তরা সিংহ হাজরা সহ প্রশাসনিক আধিকারিকরা।
সভায় জেলাশাসক আয়েশা রানী বলেন, দ্রুততার সঙ্গে বাকি কাজগুলি করতে হবে এবং কোনো কাজে কোনো রকম দুর্নীতি করা যাবে না। কারো বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এদিন বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি নিয়ে সরব বিধায়ক তথা জেলা পরিষদের সহ-সভাপতি অজিত মাইতি, বাদ পড়েনি গড়বেতার অবৈধভাবে গাছ কাটার ঘটনা। তিনি বলেন, যে যত বড় নেতাই হোক না কেন তার বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে। একাধিক প্রসঙ্গ তুলে পঞ্চায়েত সদস্য ও পঞ্চায়েত প্রধানদের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, কারো বিরুদ্ধে অভিযোগ উঠলেই কড়া পদক্ষেপ করা হবে।