পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৪ জুন: ওড়িশায় ভয়াবহ রেল দুর্ঘটনায় আহত যাত্রীদের চিকিৎসা চলছে পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে। আজ মেদিনীপুর হাসপাতালে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আহত যাত্রীদের সাথে দেখা করে ফল বিতরণ করা হয়।

উপস্থিত ছিলেন খড়্গপুর গ্ৰামীনের বিধায়ক দীনেন রায়, শহর সভাপতি বিশ্বনাথ পাণ্ডব, তৃণমূল মহিলা কংগ্রেসের শহর সভানেত্রী মৌ রায়, কাউন্সিলর মৌসুমী হাজরা এবং তৃণমূল কংগ্রেসের সকল কর্মীরা।
পাশাপাশি আজ আলাদা ভাবে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে আহতদের সঙ্গে দেখা করেন মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়া, পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান সহ প্রমুখরা।

