Sukanta, TMC, ড্রেনে পড়ে পায়ে গুরুতর আঘাত তৃণমূল বিধায়কের, “উন্নয়নের শিকার” বলে কটাক্ষ সুকান্তর মজুমদারের

আমাদের ভারত, ১৯ ডিসেম্বর: জনসংযোগ করতে বেরিয়েছিলেন, কিন্তু বড়সড় দুর্ঘটনার শিকার হয়েছেন হুগলির চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। বৃহস্পতিবার সকালে দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েতে বাসিন্দাদের সঙ্গে কথা বলতে গিয়েছিলেন তিনি। সেই সময় ব্যান্ডেলে কলাবাজার এলাকায় একটি ড্রেনের স্ল্যাব ভেঙ্গে তার পা ঢুকে যায়। তাতে গুরুতর চোট লাগে তার। চিকিৎসকের শরণাপন্ন হতে হয়েছে বিধায়ককে। আর এই ঘটনায় চুড়ান্ত কটাক্ষ করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর কথায়, নিজের উন্নয়নের শিকার নিজেকেই হতে হয়েছে তৃণমূল বিধায়ককে। তাই বৃদ্ধ বয়সে উন্নয়ন না দেখানোই ভালো।

জানাগেছে, বিধায়ক অসিত মজুমদার এলাকাবাসীর সমস্যার কথা শোনার সময় ড্রেনের স্ল্যাব দুর্বল হওয়ায় হঠাৎ তা ভেঙ্গে পড়ে। বিধায়কের পা ড্রেনের মধ্যে ঢুকে যায়। নিরাপত্তা রক্ষী ও স্থানীয় তৃণমূল কর্মীরা তাকে উদ্ধার করেন। এরপরেও তিনি জনসংযোগ চালানোর চেষ্টা করলেও পারেননি, কারণ তার পা ফুলে যায়। তাকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলে চিকিৎসক পরীক্ষা করে জানান তার তার পায়ে চিড় ধরেছে। একমাস তাকে সম্পূর্ণ বিশ্রাম নিতে হবে।

আর এই ঘটনাকে হাতিয়ার করে তৃণমূলের উন্নয়নকে তীব্র কটাক্ষ করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। নিজের এক্স হ্যান্ডেলে ঘটনার ভিডিও শেয়ার করে বলেছিলেন, রাস্তায় রাস্তায় উন্নয়নের বীভৎস্য রূপ ধারণ করেছে। সুকান্ত মজুমদার লিখেছেন, “স্থানীয় এলাকায় তৃণমূল সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরতে বেরিয়েছিলেন বিধায়ক, কিন্তু সেই উন্নয়নের শিকার যে এভাবে নিজেকেই হতে হবে কে জানতো! একেবারে স্ল্যাব ভেঙ্গে নর্দমায় পড়ে কাদায় মাখামাখি পরিস্থিতি চুঁচুড়া বিধানসভার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার বাবুর। শুনলাম বিধায়ক মহাশয়ের পায়ে নাকি বেশ গুরুতর চোটও এসেছে। ঈশ্বর তাঁর পায়ের ব্যথা দ্রুত কমিয়ে দিন। এভাবে বৃদ্ধ বয়সে আর উন্নয়ন না দেখানোই ভালো অসিতবাবুর। দিনকাল ভালো নয়, রাস্তায় রাস্তায় উন্নয়ন এখন বিভৎস্য রূপে দাঁড়িয়ে..”

যদিও আহত তৃণমূল বিধায়ক বলেছেন, ড্রেনে ফাঁক ছিল, তাই এই ঘটনা ঘটেছে। তিনি এলাকায় অবৈধ জলের সংযোগ ও জল চুরির ঘটনা রয়েছে জানতে পেরে সরেজমিনে বিষয়টি দেখতে গিয়েছিলেন, সেখানে দুটি পাম্প ধরাও হয়েছে। তবে এই ঘটনা তৃণমূলের উন্নয়ন পরিকাঠামো ও সুরক্ষার বিষয় নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *